শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া চেয়েছিল পাঁচ টেস্টের সিরিজ খেলতে। রাজি হয়নি ভারত। তবে অস্ট্রেলিয়ার একটি প্রস্তাব মেনে নিয়েছে। রাজি হয়েছে দিবা-রাত্রির টেস্ট খেলতে। করোনাভাইরাসের অবস্থা যদি ভয়ঙ্কর কিছু না হয়, তাহলে ৩ ডিসেম্বর সম্ভাব্য তারিখ ভারত-অস্ট্রেলিয়া চার টেস্ট ম্যাচ সিরিজ শুরুর। সিরিজ শুরু হবে ব্রিসবেনে। এরপর বাকি তিন টেস্ট হবে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। সূচি অনুযায়ী ১১ ডিসেম্বর আডিলেডে দ্বিতীয় টেস্টটি হবে দিবারাত্রির। দেশের বাইরে এই প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলবেন বিরাট কোহলিরা। এর আগে গত নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে প্রথমবার দিবা-রাত্রির টেস্ট খেলেছে ভারত। ভারতের বিপক্ষে গোলাপি বলে টেস্ট খেলতে বহুদিন ধরেই চাইছে অস্ট্রেলিয়া। কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিল ভারত।

অবশেষে ভারত রাজি হয়েছে। তবে সব কিছু নির্ভর করছে করোনাভাইরাসের উপর। সিরিজটিকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া। এজন্য হয়তো তারা মাঠের ভিতরেই হোটেলের ব্যবস্থা করবে। যাতে মাঠের বাইরে যেতে না হয় ক্রিকেটারদের। দুই দেশের টেস্ট সিরিজের সম্ভাব্য সূচি: প্রথম টেস্ট ৩-৭ ডিসেম্বর (ব্রিসবেন), দ্বিতীয় টেস্ট ১১-১৫ ডিসেম্বর (অ্যাডিলেড, দিবা-রাত্রি), তৃতীয় টেস্ট ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন) এবং চতুর্থ টেস্ট ৩-৭ জানুয়ারি (সিডনি)।

সর্বশেষ খবর