শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

বিসিবি কর্মীদের ভেট্টরির আর্থিক সহায়তা

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি কর্মীদের ভেট্টরির আর্থিক সহায়তা

মরণঘাতী করোনাভাইরাসে বন্ধ সব ধরনের খেলাধুলা। বন্ধ ক্রিকেট। ঘরবন্দী ক্রিকেটার এবং বিসিবির কর্মীরা। ক্রিকেটার, অফিস কর্মীদের আর্থিক সহায়তা দিয়েছে। তবে ক্রিকেটকে মাঠে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বিসিবি। পরিস্থিতি যখন এমন, তখন বিসিবির স্বল্প বেতনের কর্মচারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টাইগারদের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। টাইগারদের সবচেয়ে দামি কোচ ভেট্টরি তার বেতনের কিছু অংশ দেওয়ার কথা জানিয়েছেন- বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘ভেট্টরি জানিয়েছেন, তার বেতনের একটি নির্দিষ্ট অংশ যেন বিসিবির অসচ্ছল কর্মীদের সাহায্য হিসেবে দিই। ক্রিকেট পরিচালনা বিভাগকে বিষয়টি আমরা জানিয়েছি।’ ভেট্টরি বিসিবির সবচেয়ে দামি কোচ। কর দেওয়া ছাড়া তার মাসিক বেতন আড়াই হাজার মার্কিন ডলার। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী নভেম্বরে।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন। মৃতের সংখ্যা ৫৮২। করোনার সঙ্গে লড়াই করছে নিউজিল্যান্ডও। যদিও গত ছয় দিনে দেশটিতে একজনও করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। সেজন্য উচ্ছ্বসিত নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টুইট করেছে, ‘দুর্দান্ত বোলিংয়ে টানা ছয়টি বল নিয়ে মেডেন নিয়েছে দেশটি।’ বিসিবি অবশ্য কিছু দিন আগে ২৩টি ফেডারেশনের ক্রীড়াবিদদের ৫১০ জন ক্রীড়াবিদকে ৫০ লাখ ১০ হাজার টাকা অনুদান দিয়েছে। এ ছাড়াও বিসিবি ক্রিকেটারদের মাসিক ৩০ হাজার, ২০ হাজার টাকা করেও প্রণোদনা দিয়েছে।

সর্বশেষ খবর