সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

বায়ার্নে আরেক বিরল রেকর্ড লেবানডস্কির

ক্রীড়া ডেস্ক

বায়ার্নে আরেক বিরল রেকর্ড লেবানডস্কির

চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগায় সব প্রতিপক্ষের জালে গোল করার রেকর্ড গড়লেন তিনি। গত শনিবার গভীর রাতে বুন্দেসলিগার ম্যাচে বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে উড়িয়ে দেয় ফরচুনা ডুসেলডর্ফকে। এ ম্যাচে দলের পক্ষে দুটি গোল করেন রবার্ট লেবানডস্কি

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই। এবার চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগায় সব প্রতিপক্ষের জালে গোল করার রেকর্ড গড়লেন তিনি। গত শনিবার গভীর রাতে বুন্দেসলিগার ম্যাচে বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে উড়িয়ে দেয় ফরচুনা ডুসেলডর্ফকে। এ ম্যাচে দলের পক্ষে দুটি গোল করেন রবার্ট লেবানডস্কি। এ ছাড়া প্যাভার্ড ও ডেভিস একটি করে গোল করেন। ডুসেলডর্ফের জার্গেনসেন একটি আত্মঘাতী গোল করে বায়ার্নের জয়ের ব্যবধান বাড়ান।

রবার্ট লেবানডস্কি চলতি মৌসুমে বুন্দেসলিগায় ২৯টি গোল করেছেন। ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে এখন তিনি। মেসি-রোনালদোরা অনেকটা পিছিয়ে থাকায় রবার্ট লেবানডস্কির সম্ভাবনাই সবচেয়ে বেশি। সব মিলিয়ে চলতি মৌসুমে এই পোলিশ তারকা গোল করেছেন ৪৩টি। পঞ্চমবারের মতো মৌসুমে ৪০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন তিনি। দুর্দান্ত ফুটবল খেলে ২০১৫ সালে ফিফা ব্যালন ডি’অর জয়ের দৌড়ে চতুর্থ হয়েছিলেন লেবানডস্কি। সে সময় মেসি-রোনালদোর দুর্দান্ত দাপট থাকায় লেবানডস্কি আর জিততে পারেননি। তবে চলতি মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুটের পাশাপাশি ব্যালন ডি’অর জয়ের পথেও ছুটছেন লেবানডস্কি। মেসি ও রোনালদো এ মৌসুমের বাকি সময়ে অসাধারণ কিছু করে দেখাতে ব্যর্থ হলে লেবানডস্কির শোকেসেই উঠতে পারে ব্যালন ডি’অর ট্রফি। অবশ্য বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে। বায়ার্ন মিউনিখের সাবেক তারকা গার্ড মুলার ১৯৭১-৭২ মৌসুমে ৪০ গোল করেছিলেন। সেই রেকর্ডটা এখনো অক্ষুণœ আছে। এদিকে একটা রেকর্ড গড়েছেন বায়ার্ন কোচ হ্যান্স ফ্লিক। লিগে প্রথম ২৫ ম্যাচের ২২টিতেই জিতলেন তিনি। আগের রেকর্ডটা ছিল গার্ডিওলার (প্রথম ২৫ ম্যাচে ২১ জয়)।

বায়ার্ন মিউনিখ টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগা জয়ের পথে অনেকটা এগিয়ে গেল। গত শনিবারের জয়ে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বুরুসিয়া ডর্টমুন্ড। ১০ পয়েন্টে এগিয়ে যাওয়ায় লিগ শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে গেছে বায়ার্নের। এ নিয়ে বুন্দেসলিগায় ২৯তম শিরোপা জিততে যাচ্ছে ব্যাভারিয়ানরা। এদিকে গত শনিবার ফ্র্যাঙ্কফুর্ট ২-১ গোলে হারিয়েছে উলফসবার্গকে। ওয়ের্ডার ব্রেমেন ১-০ গোলে হারিয়েছে শালকেকে। অবশ্য এ জয়ের পরও রেলিগেশন লাইনের ওপরে উঠতে পারেনি ওয়ের্ডার ব্রেমেন। ২৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে তারা। রেলিগেশন থেকে বাঁচতে হলে তাদের অন্তত ১৫ নম্বরে উঠতে হবে।

সর্বশেষ খবর