সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

‘কোহলি যেন এক জাদুকর’

ক্রীড়া ডেস্ক

‘কোহলি যেন এক জাদুকর’

গোল্ড ভারতীয় ক্যাপ্টেন সম্পর্কে বলেন, ‘সে একটা ফানি চরিত্র। সে আমার মতো ভীষণ লড়াকু মনোভাবেরও। সব কিছুই সে দারুণভাবে ম্যানেজ করার ক্ষমতাও রাখে। আমার কাছে তো কোহলিকে দেখে মনে হয় যেন এক জাদুকর।’

আম্পায়ার ইয়ান গোল্ডের ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে মনে হয় এক জাদুকর। তাকে পুরুষ মডেল হিসেবেও আখ্যা দিয়েছেন এই আম্পায়ার। নায়কদের মতোই কোহলির ফিটনেস, আবার দারুণ মজার মানুষও কোহলি। গোল্ড ভারতীয় ক্যাপ্টেন সম্পর্কে বলেন, ‘সে একটা ফানি চরিত্র। সে আমার মতো ভীষণ লড়াকু মনোভাবেরও। সব কিছুই সে দারুণভাবে ম্যানেজ করার ক্ষমতাও রাখে। আমার কাছে তো কোহলিকে দেখে মনে হয় যেন এক জাদুকর।’

আন্তর্জাতিক ক্রিকেটে ‘সেঞ্চুরির সেঞ্চুরি’ করা শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু এখন সেই সংশয় দূর করতে চলেছেন কোহলি। বয়স মাত্র ৩১। এখনই আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৭০। ৮৬ টেস্ট খেলে শতক পেয়েছেন ২৭, আর ২৪৮ ওয়ানডেতে সেঞ্চুরি ৪৩টি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনো কোনো সেঞ্চুরির দেখা পাননি এই ব্যাটিং জিনিয়াস।

এ কারণে খোদ শচীন টেন্ডুলকার একবার সাক্ষাৎকারে বলেছিলেন, তার সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ডটি ভাঙার সামর্থ্য আছে কোহলির। এবার আম্পায়ার ইয়ান গোল্ডও একই কথা বললেন, ‘আমার মনে হয়, যদি শচীন টেন্ডুলকারের রেকর্ড কেউ ভাঙতে পারে সে হচ্ছে কোহলি। গোটা ভারত তাকে দারুণভাবে সমর্থন দিচ্ছে।’

বিরাট কোহলি দারুণ স্টাইলিস্ট। আবার ভীষণ মিশুকও। তার প্রশংসা করে গোল্ড বলেন, ‘রাস্তায় যদি কখনো আপনার সঙ্গে কোহলির দেখা হয়, দেখবেন কত সহজেই আপনার সঙ্গে মিশে যাচ্ছে। তখন মনেই হবে না যে ও কত বড় মাপের একজন ক্রিকেটার। তাকে দেখলেই সম্মান করতে ইচ্ছা করবে আপনার। তবে তাকে দেখে প্রথম আপনার যে ধারণা হবে তা হচ্ছে, তিনি একজন পুরুষ মডেল। সত্যি কথা বলতে কি, এত বড় মাপের ক্রিকেটারকে এমন  বিনয়ী দেখতে পাওয়া কঠিন। কিন্তু কোহলির মধ্যে বা তার আচরণে খুবই একটা অহঙ্কারী ভাব দেখা যায় না। এক কথায় সে খুবই ভালো মানুষ।’

ইয়ান গোল্ড ২০১৯ সালে আইসিসি এলিট প্যানেল আম্পায়ার থেকে অবসর নিয়েছেন। তিনি মোট ২৫০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। আম্পায়ার  হিসেবে তার ক্যারিয়ার ছিল ১৩ বছরের।

টেস্ট, ওয়ানডে এবং টি-২০ তিন ফরম্যাটের ক্রিকেটেই কোহলির গড় রান ৫০ এর উপরে। টেস্টে তিনি ৫৩.৬২ গড়ে করেছেন ১২,৫৫২ রান। ওয়ানডেতে গড় সবচেয়ে বেশি, ৫৯.৩৩।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর