মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

নতুন করে শুরু হচ্ছে মেসিদের মিশন

ক্রীড়া ডেস্ক

নতুন করে শুরু হচ্ছে মেসিদের মিশন

করোনাভাইরাসের কারণে গত ১২ মার্চ থেকে বন্ধ হয়ে আছে স্প্যানিশ লা লিগা। এমনকি দীর্ঘদিন অনুশীলনটাও করতে পারেননি মেসিরা। অবশেষে পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই অনুশীলনের অনুমতি পেয়েছে লা লিগার ক্লাবগুলো। এবার সরকারের পক্ষ থেকে লা লিগা মাঠে গড়ানোর অনুমতিও পাওয়া গেল। ১১ জুন থেকে মাঠে গড়াবে ইউরোপের অন্যতম সেরা এই লিগ। অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনাভক্তদের দুই দিন অপেক্ষায় থাকতে হবে। করোনাভাইরাস পরিস্থিতির পর কাতালানরা প্রথম ম্যাচ খেলতে নামবে ১৩ জুন (বাংলাদেশ সময় ১৪ জুন, রাত ২টা)। রিয়াল মায়োর্কার মুখোমুখি হবেন মেসিরা অ্যাওয়ে ম্যাচে। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে আরও একদিন পর, ১৪ জুন (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা)। পুনরায় লিগ শুরু হওয়ার পর রিয়াল মাদ্রিদের প্রথম প্রতিপক্ষ হবে এবার।

স্প্যানিশ লা লিগায় ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মাত্র দুই পয়েন্টের ব্যবধান নিয়ে মাঠে নামবে দুই স্প্যানিশ জায়ান্ট। এ কারণেই বার্সেলোনার চিলিয়ান তারকা ফুটবলার আরতুরো ভিডাল বলেছেন, হাতে থাকা ১১টা ম্যাচই বার্সেলোনার জন্য ফাইনালের মতো। যে কোনো একটা ম্যাচ হারলেই লিগ শিরোপা থেকে বঞ্চিত হতে পারে কাতালানরা। অবশ্য বরাবরের মতো এবারও লা লিগায় শিরোপার লড়াই হচ্ছে কেবল বার্সা ও রিয়ালের মধ্যেই। তিন নম্বরে থাকা সেভিয়ার সংগ্রহ ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদ এবার অনেকটা নিচেই অবস্থান করছে। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

মাত্র ১১টি ম্যাচ বাকি মৌসুমের। লিওনেল মেসিদের সামনে অনেক কঠিন যাত্রা। একদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে দূরত্ব বজায় রাখার লড়াই। অন্যদিকে গোলদাতার তালিকায় নিজেকে উপরে তোলার সংগ্রাম। চলতি মৌসুমে মেসি কেবল ১৯টি গোল করেছেন লিগে। ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে তাকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে গেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। এসব পরিসংখ্যান অবশ্য বেশিরভাগ ফুটবল দর্শকেরই জানা। আপাতত এসব নিয়ে তেমন কেউ ভাবতেও যাচ্ছেন না। সবাই কেবল মেসিদের পায়ে ফুটবলের লড়াই দেখার ভাবনায় বিভোর। মৌসুমের চূড়ান্ত সময়ে দীর্ঘ ৩টা মাস ফুটবল বন্ধ। ফুটবলপাগল বিশ্বের কোটি কোটি মানুষের কাছে বিষয়টা অনেক বড় পরীক্ষা ছিল।

সর্বশেষ খবর