মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

‘ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর’ তামিম

ক্রীড়া ডেস্ক

‘ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর’ তামিম

ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ‘ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসেডর’ নিযুক্ত হয়েছেন। 

কভিড-১৯ মহামারী অনেকের জীবন আরও বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি, যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে -এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।

শুভেচ্ছা দূত হতে পেরে উচ্ছ¡সিত টাইগার দলপতি। উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে। যদিও সাম্প্রতিক বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনো প্রকট, বিশেষ করে গ্রামাঞ্চলে। কভিড-১৯ মহামারী অনেকের জীবন আরও বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি, যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে -এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।’

বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, ‘তামিম একজন সফল ক্রিকেটার যে দেশে এবং বিদেশে অনেকের কাছেই সমানভাবে প্রিয়। ডব্লিউএফপি পরিবারে তাকে পেয়ে আমরা উচ্ছ¡সিত।’

সর্বশেষ খবর