মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

বল শাইন করার উপায় খুঁজছেন বুমরাহ

ক্রীড়া ডেস্ক

বল শাইন করার উপায় খুঁজছেন বুমরাহ

আইসিসির নতুন নির্দেশনা অনুযায়ী এখন আর থুথু লাগিয়ে বল শাইন করতে পারবেন না বোলাররা। এটা নিয়ে বেশ সমস্যাতেই পড়েছেন পেসাররা। ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ মনে করে, থুথুর বিকল্প কিছু খোঁজা উচিত- যা দিয়ে বল শাইন করা যেতে পারে। ভারতীয় পেসার বলেন, ‘আমি এখনো জানি না, যখন ক্রিকেটে ফিরব তখন কী করব? কীভাবে বল শাইন করব। তবে বিকল্প কিছু একটা খুঁজে বের করা উচিত যা দিয়ে বল শাইন করা যেতে পারে।’

‘আমি এখনো জানি না, যখন ক্রিকেটে ফিরব তখন কী করব? কীভাবে বল শাইন করব। তবে বিকল্প কিছু একটা খুঁজে বের করা উচিত যা দিয়ে বল শাইন করা যেতে পারে।’

তিনি বলেন, ‘এবার বোলারদের জন্য খুবই কষ্টকর হবে। কেন না এমনিতেই দিন দিন মাঠ ছোট করা হচ্ছে। উইকেটগুলোকে আরও বেশি ফ্লাট বানানো হচ্ছে। বোলারদের জন্য কোনো সুবিধাই থাকছে না। এবার যদি বল শাইনও করা না যায় তাহলে বোলারদের কাজটা খুবই কঠিন হয়ে যাবে। এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত।’

বুমরাহ বাতাসে সুইং করানোর জন্য বলের এক পাশে শাইন করেন। কিন্তু সেটা করতে না পারলে তো সুইং হবে না। তাহলে দেখা যাবে তার বলের কার্যকারিতাই কমে গেছে। তাই বিষয়টি নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছেন বুমরাহ।

সর্বশেষ খবর