মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

জাস্টিস ফর ফ্লয়েড

ক্রীড়া ডেস্ক

জাস্টিস ফর ফ্লয়েড

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেপোলিস পুলিশ এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যা করার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। মার্কিন পুলিশের বর্ণবাদী আচরণ নিয়ে সমালোচনা করছে সবাই। বর্ণবাদবিরোধী এই লড়াইয়ে সবসময়ই ফুটবল অগ্রণী ভূমিকা পালন করেছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েক দিনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পাশে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে, জ্যাডন স্যানচো, কোকো গফ, লেব্রন জেমস, মার্কাস থুরাম, ওয়েস্টন ম্যাকেনির মতো ক্রীড়া তারকারা।

এদের অনেকই জার্সিতে ‘জাস্টিস ফর জর্জ’ লিখে মেলে ধরেছেন মিডিয়ার সামনে। চলমান এ আন্দোলন সমর্থন করে বিবৃতি দিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও। এই বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্ণবাদ হলো এক ধরনের বৈষম্য, যা মূলত লিঙ্গ, জন্ম, চামড়ার রঙের ওপর ভিত্তি করে মানুষকে  হেয় করার কাজে ব্যবহার করা হয়।

এটা এমন এক মহামারী যা আমাদের সবাইকে আঘাত করেছে।

বার্সেলোনায় সব সময় এই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে ও হবে। এ লড়াই আমরা থামাব না। এটা আমাদের অঙ্গীকারও বটে।’ সবাই মিলেই বর্ণবাদ বিরোধী এ লড়াইয়ে বিজয়ী হতে চায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর