বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট শুরু ৮ জুলাই

ক্রীড়া ডেস্ক

মরণঘাতী করোনাভাইরাসের ভয়কে পাশ কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল। মাঠে ফেরার অপেক্ষায় এখন ক্রিকেট। ইতিমধ্যেই অনুশীলনে নেমেছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ক্রিকেটাররা। সরকারি নির্দেশনা মিললেই শুরু হবে অনুশীলন। অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। এখন ম্যাচের অপেক্ষা মাত্র। করোনাকে পাশ কাটিয়ে ইংল্যান্ড তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে আতিথেয়তা দিতে চাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। এজন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তিন টেস্ট ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। এখন শুধু ইংলিশ সরকারের সবুজ সংকেতের অপেক্ষা। সূচি অনুযায়ী দুই দল তিন টেস্ট খেলবে তিন সপ্তাহে। সাউদাম্পটনে ৮-১২ জুলাই প্রথম টেস্ট, ১৬-২০ জুলাই এবং ২৪-২৮ জুলাই সিরিজের বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে। টেস্ট তিনটি হবে দর্শকশূন্য এবং জীবাণুমুক্ত পরিবেশে। টেস্ট সিরিজ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ডে পা রাখবে ৯ জুন। ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন ক্যারিবীয় ক্রিকেটাররা। কোয়ারিন্টেনের পর এক সপ্তাহের অনুশীলন করে প্রথম টেস্ট খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।  টেস্ট সিরিজ নিয়ে ইসিবি জানিয়েছে, জীবাণুমুক্ত পরিবেশ মেডিক্যাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব নিশ্চিতের পর ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে। ইসিবির স্পেশাল অপারেশনস ডিরেক্টর স্টিভ এলওয়ার্দি জানিয়েছেন, ক্রিকেট মাঠে ফেরাতে এখন তারা অপেক্ষা করছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিডিউল অনুযায়ী দুই দেশের টেস্ট সিরিজ শুরুর কথা ছিল ৪ জুন। কিন্তু করোনাভাইরাসের জন্য স্থগিত হয়ে যায়। তখন ভেন্যু ছিল ওভাল, এজব্যাস্টন ও লর্ডস।

সর্বশেষ খবর