শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

অনিয়মের রেকর্ড গড়ে বাফুফের নির্বাচন!

ক্রীড়া প্রতিবেদক

অনিয়মের রেকর্ড গড়ে বাফুফের নির্বাচন!

পেশাদার ফুটবল লিগ বাতিল হয়ে গেছে। করোনাভাইরাসে যে অনিশ্চিত অবস্থা ছিল তাতে লিগ বাতিল করা ছাড়া অন্য কোনো পথও ছিল না। তবে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছিলেন, আমরা দ্রুত নতুন লিগের ব্যাপারে সিদ্ধান্ত নেব। কিন্তু এখন পর্যন্ত এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। এ নিয়ে হতাশ ফুটবলাররা। আসলে সালাউদ্দিন গংদের চোখ এখন নির্বাচনের দিকে। আরও আগেই নির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাসে তা স্থগিত হয়ে যায়। বাফুফে এখন চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন করতে। অভিযোগ আছে কাউন্সিলরশিপ মনোনয়নে অনিয়মের নতুন রেকর্ড গড়েছে বাফুফে। খুব নীরবে কাজটি  করেছে বাফুফে সালাউদ্দিনের ঘনিষ্ঠজন বলে পরিচিতরা। একজন অভিজ্ঞ সংগঠক বললেন, নির্বাচন হবে স্বচ্ছতার ভিত্তিতে। অথচ এখানে যা খুশি তাই হচ্ছে। তবে এতটুকু বলব নির্বাচন হয়তো হবে কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে না। ফিফা নির্বাচনের নামে এ নোংরামি মেনে নেবে না। সামনে বাংলাদেশের ফুটবলে ভয়াবহ দুর্দিন অপেক্ষা করছে।

সর্বশেষ খবর