শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

অস্ট্রেলিয়া ক্রিকেটে ফিরছে শনিবার

ক্রীড়া ডেস্ক

অনুশীলনে নেমে পড়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সরা। এখন ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও প্রস্তুতি নিয়ে ফেরেছে মাঠে ফেরার। সবকিছু ঠিক থাকলে ৬ জুন টি-২০ কার্নিভাল দিয়ে ক্রিকেটে ফিরবে অস্ট্রেলিয়া। ইন্দোনেশিয়ার কাছাকাছি ডারউইনে টপ এন্ড টি-২০ নামের টুর্নামেন্টটি শুরু হবে। অংশ নিবে আটটি দল। বাকি দলগুলো আমন্ত্রিত। বাছাইকৃত দলটি নর্দান টেরিটরির এশিয়ান বংশোদ্ভূতদের অংশগ্রহণে সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া হবে। বাকি সাতটি দল ডারউইন প্রিমিয়ার গ্রেড থেকে। খেলায় দর্শকরাও উপস্থিত থেকে দেখতে পারবেন। তবে সর্বোচ্চ ৫০০ জন দর্শকের অনুমতি মিলবে টুর্নামেন্ট দেখার। খেলাগুলো দেখা যাবে ‘মাইক্রিকেট’ ফেসবুক পেজে। তিন দিনব্যাপী টুর্নামেন্ট শেষ হবে ৮ জুন। ম্যাচগুলোতে ক্রিকেটাররা লালা কিংবা থুথু ব্যবহার করতে পারবেন না। টি-২০ টুর্নামেন্ট শেষে শুরু হবে ডারউইন এন্ড ডিস্ট্রিক্ট ওয়ানডে মৌসুম। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লিগে খেলা হবে ১৪ রাউন্ড।

করোনাভাইরাসে গোটা পৃথিবীই এখন বিপর্যস্ত। অধিকাংশ দেশেই বন্ধ হয়ে আছে খেলাধুলা। তবে ইউরোপিয়ান দেশগুলোতে শুরু হয়েছে ফুটবল লিগ। সবার আগে ক্রিকেট শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়। অনুশীলনে নেমে পড়েছেন শ্রীলঙ্কান ও ইংলিশ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় এখন পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে ক্রিকেট। ডারউইনে ওয়ানডে মৌসুম চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যটিতে ২১ মে-এর পর আর কোনো করোনা রোগী পাওয়া যায়নি। টুর্নামেন্ট নিয়ে ডারউইন ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ল্যাচলান বেয়ার্ড জানিয়েছেন, তারা অপেক্ষা করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের। ল্যাচলান বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এখনই আইসিসির নিয়ম অনুসরণ করবে না। তবে ঘাম কিংবা মোম ব্যবহারের বিষয়টি এখনো ভাবছে। আশা করি আমাদের টি-২০ টুর্নামেন্টে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে না। এরপর শুরু হবে ৫০ ওভারের ক্রিকেট।’

সর্বশেষ খবর