শিরোনাম
শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

শনির দশা কাটছে না মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাবের শনির দশা কাটছেই না। দেড় যুগ ধরে ফুটবল লিগে তারা শিরোপাবঞ্চিত। অপরাজিত রানার্স আপ হয়েছে। অথচ পেশাদার লিগে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। যা মোহামেডানের মতো বড় দলের বড় ব্যর্থতা বলা যায়। এতটা নাজুক অবস্থা যে রেলিগেশন ফাইট দিতে হচ্ছে। বড়র বদলে মোহামেডান এখন ছোট বা দুর্বল দল বলে গণ্য হচ্ছে। শুধু ফুটবল নয় ক্রিকেট ও হকিতেও নাজুক অবস্থা। এবার ক্লাব সদস্যসচিব লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনোকান্ডে জড়িয়ে মোহামেডানের ভাবমূর্তি যেমন নষ্ট করেছে, তেমনি ফুটবলে দল গড়া অনিশ্চিত হয়ে পড়েছিল।

শেষ পর্যন্ত এগিয়ে এলেন মোহামেডানের বিপদের বন্ধু বলে পরিচিত সাবেক তারকা ফুটবলার বাদল রায়। তাকে সহযোগিতা করতে এগিয়ে এলেন ফজলুর রহমান বাবুল, মোজাম্মেল বাবু। বসে থাকেনি অন্য সাবেক ফুটবলারও। কায়সার হামিদ, ছাঈদ হাসান কানন, রুম্মন ওয়ালি-বিন সাব্বির, ইমতিয়াজ সুলতান জনি, নকিব, রিয়াজরা। বাদল রায়দের আহ্‌বানে মান-অভিমান ভুলে ক্লাবে ফিরলেন মনিরুল হক চৌধুরীদের মতো নিবেদিত সংগঠনকরা।

অনেক দিন ক্লাবে প্রাণ ফিরে এলো তাদের আগমনে। স্থানীয় তরুণ ও বিদেশি সংগ্রহ দল গঠন করা হলো। আত্মবিশ্বাস ফেরাতে ফুটবলারদের গায়ে চড়ল সত্তর দশকের সাদা-কালোর জার্সি। শক্তিশালী দল নয়, তবুও লিগে মোহামেডান যেন চেনা রূপে ফিরে আসে। আবাহনী ও সাঈফের কাছে হারলেও শেখ রাসেল, বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক সৃষ্টি করে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ। এতে করে নতুন স্বপ্ন দেখতে শুরু করে মোহামেডান। কিন্তু করোনাভাইরাসে লিগ বাতিল হওয়ায় তা ভেস্তে যায়।

সর্বশেষ খবর