শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

এনফিল্ডেই লিভারপুলের উৎসব!

ক্রীড়া ডেস্ক

এনফিল্ডেই লিভারপুলের উৎসব!

ইংলিশ লিগে লিভারপুল শিরোপা জিতেনি ত্রিশ বছর ধরে। সর্বশেষ তারা লিগ জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে। এরপর বেশ কয়েকবার খুব কাছাকাছি গিয়েও লিগ জিততে পারেনি অলরেডরা। তবে চলতি মৌসুমে কাউকে কোনো সুযোগই দেননি জার্গেন ক্লপ। একের পর এক ম্যাচ জয়ে করোনাভাইরাসের কারণে লকডাউনের আগেই লিগ শিরোপা প্রায় নিশ্চিত করে নিয়েছিল লিভারপুল। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ম্যানসিটির (৫৭ পয়েন্ট) চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে আছে অলরেডরা। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে মোহাম্মদ সালাহদের। ১৭ জুন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। প্রথমদিনই মাঠে নামবে অ্যাস্টন ভিলা-শেফিল্ড এবং ম্যানসিটি-আর্সেনাল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল প্রথম মাঠে নামবে ২১ জুন রাত ১২টায় এভারটনের বিপক্ষে (এভারটনের মাঠে)। এই ম্যাচটা জিতলে পরের ম্যাচেই লিগ শিরোপা নিশ্চিত করার সুযোগ পাবে জার্গেন ক্লপের শিষ্যরা। ২৪ জুন গভীর রাতে নিজেদের মাঠ এনফিল্ডে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচ জিতলেই দীর্ঘ তিন দশকের শিরোপা খরা ঘুচবে অলরেডদের। তবে সমর্থক ছাড়া শিরোপা উৎসব ঠিক জমবে না। লিগ শুরু হলেও স্টেডিয়াম থাকছে দর্শকশূন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড বলছেন, ‘আমরা জানি দর্শক ছাড়া এই উদযাপন আগের মতো হবে না। তবে সম্প্রচার মাধ্যমে দর্শকরা বাড়ি থেকে ম্যাচ দেখতে পাবেন অথবা ম্যাচের ধারাভাষ্য শুনতে পাবেন।’ খুব দ্রুতই মাঠে ফুটবল গড়াবে। এই নিয়ে দারুণ আশাবাদী প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এদিকে লিভারপুল সমর্থকরাও দারুণ উৎসাহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন। এরই মধ্যে তারা পোস্টার আর ফেস্টুনে প্রিয় ক্লাবকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে। লিগ শিরোপা জয়ের প্রস্তুতি ভালোই চলছে সমর্থকদের মধ্যে। গত মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা হারিয়েছিল দলটা। পেপ গার্ডিওলার দল ম্যানসিটিকে এবার আর কোনো সুযোগই দিচ্ছে না অলরেডরা।

 

 

সর্বশেষ খবর