শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছাতে বললেন ওয়াসিম

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছাতে বললেন ওয়াসিম

ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি এখনো স্পষ্ট করেনি টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ। জানায়নি নির্ধারিত সূচি অনুযায়ী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের আসর কি বসবে অস্ট্রেলিয়ায়? পরিষ্কার নয়। মরণঘাতী করোনাভাইরাসের জন্য আসরের ভবিষ্যৎ এখনো সংশয়াচ্ছন্ন। সাবেক তারকা ক্রিকেটারদের মধ্যে এমসিসির বর্তমান সভাপতি কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামরা অনুরোধ করেছেন টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দিতে। এবার তাদের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি আইসিসিকে পরামর্শ দিয়েছেন বিশ্বকাপ আয়োজনের জন্য অপেক্ষা করতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় আসরটি বসার কথা। অবশ্য অনেকেই বলছেন, বিশ্বকাপের আসর পিছিয়ে দিয়ে ২০২১ সালে আয়োজন করতে। অনেকেই আবার প্রস্তাব দিয়েছেন প্রতিবেশী নিউজিল্যান্ডে আয়োজন করার। তবে ওয়াসিম আকরামের মতে, দর্শকশূন্য মাঠে যেন কোনোভাবেই আসরটি আয়োজন করা না হয়। পাকিস্তানের ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি দর্শকশূন্য খেলা আয়োজনের কোনো মানে নেই। দর্শক ছাড়া কীভাবে একটি ক্রিকেট বিশ্বকাপ সম্ভব! দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার কোনো আবেদনই নেই।’ কিছুৃদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানিয়েছেন, সূচি অনুযায়ী টুর্নামেন্টটি আয়োজন করা ঝুঁকিপূর্ণ। হয়তো ১০ জুন আইসিসির পরবর্তী সভায় টি-২০ বিশ্বকাপের ভাগ্য চূড়ান্ত হবে।

সর্বশেষ খবর