শিরোনাম
শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিচ্ছে বিসিবি

ব্যক্তিগত অনুশীলনের জন্য দিন কয়েক আগে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামমুখী হয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু অনুমতি মেলেনি বিসিবির। শুধু মুশফিক নন, ব্যক্তিগত অনুশীলনের জন্য জাতীয় দলের অনেক ক্রিকেটারই অনুরোধ করেছেন বিসিবিকে। এর আগে ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ নিরাপত্তা নিয়েই অনুশীলন করছেন ক্রিকেটাররা। এবার টাইগার ক্রিকেটারদের অনুরোধে অনুশীলনে বিসিবি সম্মত হয়েছে। তবে শর্তসাপেক্ষে। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেটাররা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন। কিন্তু সেটা নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির ওপর। যদি পরিবেশ অনুশীলনের জন্য উপযোগী হয়, তাহলে এক সপ্তাহের মধ্যে অনুশীলনের অনুমতি পাবেন। বিসিবির অনুমতি মিললেও এক্ষেত্রে সরকারি অনুমতি লাগবে ক্রিকেটারদের।

বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে ১৬ মার্চ থেকে। প্রিমিয়ার ক্রিকেট প্রথম রাউন্ড হওয়ার পর সব ধরনের ক্রিকেটকে স্থগিত করে বিসিবি। এরপর থেকেই দেশের করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। এখন পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন এবং মৃতের সংখ্যা ৮১১। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছেই। তারপরও জীবনযাত্রা সচল করতে অফিস-আদালত খুলে দিয়েছে সরকার। হয়তো খেলাধুলাও মাঠে ফিরবে সহসাই। কিন্তু এখনই কি সেটা সম্ভব? ফিজিওর দেওয়া শিডিউল মেনে ক্রিকেটাররা ঘরে অনুশীলন করছেন। এখন তারা মাঠে নামতে চাইছেন। মাঝে বেশ কয়েকজন ক্রিকেটার স্থগিত হয়ে যাওয়া প্রিমিয়ার ক্রিকেট শুরুর অনুরোধ জানিয়েছিল বিসিবিকে। কিন্তু ক্রিকেট বোর্ড তাদের অনুরোধে সাড়া দেয়নি। এখন ব্যক্তিগত অনুশীলনের জন্য অনুমতি দিচ্ছে। সেটা আবার আগামী কয়েক দিনের পরিস্থিতি পর্যালোচনা করে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম এ প্রসঙ্গে বলেন, ‘ক্রিকেটাররা বারবার অনুরোধ করছেন ব্যক্তিগতভাবে অনুশীলনের জন্য। তাদের আগ্রহে আমরা ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে অনুশীলনের অনুমতি দিয়েছি। তবে সেটা ব্যক্তিগত পর্যায়ে। অবশ্য অনুশীলনের আগে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে নিতে হবে। তার আগে আমরা আগামী কয়েক দিনের দেশের পরিস্থিতি পর্যালোচনা করব।’

 

সর্বশেষ খবর