শিরোনাম
রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত ১০ জুন

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত ১০ জুন

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এখনো কোনো লক্ষণ নেই। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এমন জটিল পরিস্থিতি বর্তমানে দেশজুড়ে। গতকাল পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ২৬ জন এবং মৃতের সংখ্যা ৮৪৬। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও জাতীয় দলের অনেক ক্রিকেটার বিসিবির কাছে অনুমতি চেয়েছেন ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের। শুরুতে রাজি হয়নি ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিকেটারদের বারবার অনুরোধে অবস্থান পরিবর্তন করে অনুশীলনের সম্মতি দিয়েছে বিসিবি। আগামী সপ্তাহ থেকেই হয়তো দেখা যাবে ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের অনুশীলন করতে। ক্রিকেটাররা যখন অনুশীলনের অনুমতি চেয়েছেন, তখন আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের বিষয়টিও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জুলাইয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কথা টাইগারদের। তবে করোনাভাইরাসের জন্য সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছে সিরিজের ভবিষ্যৎ। যদিও বিসিবি ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিরিজটি স্থগিতের ঘোষণা দেয়নি। কিংবা নতুন কোনো শিডিউলও ঘোষণা করেনি। অবশ্য দ্বীপরাস্ট্রের করোনা পরিস্থিতি ভালো বলেই দেশটির ক্রিকেট বোর্ড পূর্ব নির্ধারিত জুলাইয়ে বাংলাদেশকে আতিথেয়তা দিতে চাচ্ছে। বিসিবি এখন পর্যন্ত কিছু জানায়নি। সিরিজ নিয়ে আগামী ১০ জুনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন।

উপমহাদেশের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের পরিস্থিতি সবচেয়ে ভালো শ্রীলঙ্কায়। দিন দিন পরিস্থিতি উন্নতি হচ্ছে বলেই স্বাস্থ্যবিধি মেনে দেশটির জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলনে নেমে পড়েছেন। দেশের অবস্থা ভালো বলেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিরিজ খেলতে বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণ জানিয়েছে ভারতকে। ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি হয়নি। উত্তর দেয়নি বিসিবি। আবার অনাগ্রহও দেখায়নি। অবশ্য বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান স্পষ্ট করে জানিয়েছেন জুলাইয়ে কোনোভাবেই শ্রীলঙ্কা সফর সম্ভব নয়, ‘দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে কিভাবে সম্ভব আগামী মাসে (জুলাইয়ে) শ্রীলঙ্কা সফর করা। আমি মনে করি জুলাইয়ে কোনোভাবেই দ্বীপরাস্ট্রে সফর করা সম্ভব নয়।’

করোনা পরিস্থিতির জন্য ১৬ মাার্চের পর বাংলাদেশে ক্রিকেট পুরোপুরি বন্ধ হয়ে আছে। ঘরবন্দী ক্রিকেটাররা অনুশীলন করছেন ফিজিওর পাঠানো শিডিউল অনুসরণ করে। করোনার জন্য স্থগিত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। এপ্রিলে পাকিস্তানে একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার কথা ছিল টাইগারদের। মে মাসে আয়ারল্যান্ড সফরও স্থগিত হয়েছে। জুনে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। সেটাও স্থগিত। এমতাবস্থায় শ্রীলঙ্কা সফর কি সম্ভব? বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘আমরা ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড উভয়েই নিজেদের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আশা করছি আগামী ৪/৫ দিনের মধ্যে সিরিজের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারব।’ সিইও’র কথা অনুযায়ী ১০ জুন সিরিজের ভবিষ্যৎ চূড়ান্ত হবে। সিরিজটি যদি না হয়, তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এই ক্ষতি কাটাতে বিসিবিকে নতুন একটি প্রস্তাব দিয়েছে বলে ক্রিকেট পাড়ায় গুঞ্জন। আগের সূচিতে ছিল তিন টেস্ট। এখন সেটা পাল্টে দুই টেস্ট ও দুটি টি-২০ খেলার প্রস্তাব দিয়েছে দ্বীপরাস্ট্র। সিরিজের প্রস্তাবিত নতুন সময় সেপ্টেম্বর। বিসিবি সিইও অবশ্য গুঞ্জন বলে জানিয়েছেন এমন প্রস্তাবকে, ‘এখনো এক মাস বাকি। জুলাইয়ে সিরিজটি আয়োজন করা সম্ভব কি না, সেটা নিয়ে আমরা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি। তবে এমন কোনো প্রস্তাব আমরা পাইনি।’

পরিবেশ এখনো স্বাভাবিক নয় দেশে। আজ থেকে এলাকা এলাকা লকডাউন করার পরিকল্পনা করছে সরকার। এমন পরিস্থিতিতে কোনোভাবেই ক্রিকেট খেলা কিংবা অনুশীলন করা সম্ভব নয়। এমন পর্যালোচনায় বলাই যায়, জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর হচ্ছে না। তবে আগামী আগস্টে প্রিমিয়ার ক্রিকেট লিগ দিয়ে দেশের ক্রিকেট মাঠে ফিরবে বলেই পরিকল্পনা করেছে বিসিবি।  

 

সর্বশেষ খবর