রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

বিলিওনিয়ার ফুটবলার রোনালদো

ক্রীড়া ডেস্ক

বিলিওনিয়ার ফুটবলার রোনালদো

ফুটবল মাঠে মাইকেল মেসির সঙ্গে অসাধারণ একটি লড়াই রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও অর্থের লড়াইয়ে মেসির চেয়ে রোনালদো অনেক এগিয়ে। করোনাভাইরাসে খেলাধুলা বন্ধ থাকলেও নতুন একটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘সি আর সেভেন’ খ্যাত পর্তুগিজ উইঙ্গার যে কীর্তিটি গড়েছেন, ফুটবল ইতিহাসে এর আগে কেউ তা করতে পারেননি। ক্রীড়া ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে হাজার মিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলারের মালিক হয়েছেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৮ হাজার ৬০০ কোটি টাকা। এর আগে ক্রীড়াবিদদের মধ্যে বিলিওনিয়ার বা শত কোটি ডলারের মালিক হয়েছেন কিংবদন্তির বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান, সর্বকালের অন্যতম সেরা গলফার টাইগার উডস, বক্সিংয়ে ফ্লয়েড মেওয়েদার এবং ফর্মুলা রেসিংয়ে মাইকেল শুমাখার। এ তালিকায় পঞ্চম এবং সর্বশেষ সদস্য রোনালদো। মরণঘাতী করোনাভাইরাসে প্রায় আড়াইমাস বন্ধ ছিল খেলাধুলা। জার্মানিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ফুটবল। দর্শকশূন্য মাঠে খেলছে ক্লাবগুলো। অল্প কয়েকদিনের মধ্যেই ইতালির সিরি-এ শুরু হচ্ছে। সিরি-এ বন্ধ বলে আয় কমে গেছে রোনালদোর। মাঠের খেলা নেই চলতি মৌসুমে ছয়বারের বিশ্বসেরা ফুটবলার রোনালদোর আয় হয়েছে ৪৬ মিলিয়ন ডলার। গত মৌসুমে জুভেন্টাসের হয়ে আয় করেছিলেন ১০৯ মিলিয়ন ডলার। খেলা বন্ধ থাকায় আয় কমেছে ঠিকই। কিন্তু ব্যক্তিগত ব্যবসা ও বিজ্ঞাপন থেকে চলতি বছরে আয় কমেনি। সব মিলিয়ে চলতি বছর তার আয়ের পরিমাণ ১০৫ মিলিয়ন ডলার। এই আয় দিয়েই প্রথম ফুটবলার হিসেবে হাজার মিলিয়ন ডলার আয়ের তালিকায় নাম লিখেন পর্তুগিজ উইঙ্গার। হাজার মিলিয়ন ডলারের মধ্যে ক্লাবগুলোর সঙ্গে চুক্তি করে আয় করেছেন ৬৫ শতাংশ বা ৬৫০ মিলিয়ন ডলার। বাকি ৩৫০ মিলিয়ন ডলার এসেছেন বিজ্ঞাপন ও ব্যক্তিগত ব্যবসা থেকে।

 

 

সর্বশেষ খবর