মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

অভিযোগের জবাব দিল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, সবকিছু নিয়ম মেনেই করা হচ্ছে। আর বাফুফের নির্বাহী কমিটিই নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায় অভিযোগ তুলেছিলেন, নির্বাচন নিয়ে জল ঘোলা করা হচ্ছে। বাফুফে সাধারণ সম্পাদকের দিকে আঙ্গুল তুলেছিলেন তিনি। ডেলিগেট ফরম পাঠানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করেছেন বাফুফে সভাপতি বরাবর লিখিত অভিযোগপত্রে। সেই অভিযোগের জবাবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ দাবি করেছেন, সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে। গতকাল বাফুফের পক্ষ থেকে এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা  দেওয়া হয় এক স্বাক্ষরহীন এক চিঠিতে। সেখানে দাবি করা হয়, যথাযথ নিয়ম অনুসরণ করে, বাফুফে সচিবালয় কর্তৃক ডেলিগেট ফরম প্রদান ও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বাফুফের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বল প্রয়োগের মাধ্যমে কোনো কোনো ফরম জমা দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল। এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘সবকিছু নিয়ম মেনেই করা হচ্ছে। আর বাফুফের নির্বাহী কমিটিই নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে।’ গত ২০ এপ্রিল ভোট অনুষ্ঠানের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে মোট ভোটার ১৪৩ জন। এর মধ্যে জেলা ও বিভাগের কাউন্সিলরদেরই ৭২ ভোট। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ ও প্রথম বিভাগের ক্লাবগুলোর ভোট ৩৯টি। এছাড়াও দ্বিতীয় (১০) ও তৃতীয় বিভাগ (৮) ফুটবল লিগের ক্লাবগুলোর কিছু  ভোট আছে। এর বাইরে শিক্ষা বোর্ড (৫), বিশ্ববিদ্যালয় (৬) এবং মহিলা ক্রীড়া সংস্থা, রেফারিজ অ্যাসোসিয়েশন, কোচেস অ্যাসোসিয়েশনের একটি করে ভোট রয়েছে। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী থেকে একজন করে নন  ভোটার কাউন্সিলর অংশ নেবেন বাফুফের এজিএমে।

 

সর্বশেষ খবর