বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

মেসির উত্তরসূরি ডি জঙ

ক্রীড়া ডেস্ক

মেসির উত্তরসূরি ডি জঙ

বার্সেলোনায় লিওনেল মেসি আর কতদিন থাকবেন, বলা কঠিন। তবে খুব বেশিদিন যে নয়, তা বোধ হয় বলাই যায়। চলতি মাসেই ৩৩ বছর পূর্ণ করছেন আর্জেন্টাইন তারকা। আর বড় জোর দুই মৌসুম হয়ত নিজের সেরা ফুটবলটা খেলতে পারবেন লিওনেল মেসি। এরপর কী হবে বার্সেলোনার! মেসির স্থান কে নিবেন? অনেকেই দাবি করছেন, নেইমার হতে পারেন বার্সেলোনায় মেসির বিকল্প। কিন্তু নেইমার বার্সায় আসবেন কি না তা কেবল সময়ই বলতে পারে। এ অবস্থায় ডাচ তরুণ ফ্রেঙ্কি ডি জঙকে মেসির উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন অনেকে। সাবেক ডাচ ফুটবলার ওয়েসলি স্নাইডার বলেছেন, ‘বার্সেলোনায় এসে ফ্রেঙ্কি ডি জঙ খুব বুদ্ধিমানের কাজ করেছে। এই ক্লাবটা তার খেলার ধারার সঙ্গে মানানসই। মেসি যখন থাকবে না তখন সে আরও ভালো করতে পারবে। মেসির পর যোগ্য নেতা হতে পারবে ডি জঙ।’ পাশাপাশি আরেক ডাচ তরুণ ডি লিখটের সমালোচনাও করেছেন স্নাইডার। তিনি বলেন, ‘ডি লিখট  ফ্রেঙ্কির মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’ ডি জঙের মতোই ডি লিখটকেও দলে নিতে চেয়েছিল বার্সেলোনা। ডাচ ক্লাব আয়াক্স থেকে গত বছর ৭৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় এসেছেন ডি জঙ। এরপর থেকেই বার্সেলোনার জার্সিতে নিয়মিত মাঠে নামছেন তিনি।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। বার্সেলোনার মাঝ মাঠে অসাধারণ এক ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ফ্রেঙ্কি ডি জঙ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর