বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

কখনোই মনে হয়নি বিদেশি ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

কখনোই মনে হয়নি বিদেশি ফুটবলার

ইমরুল হাসান। বাংলাদেশে ক্রীড়াঙ্গনে পরিচিত সংগঠক হয়ে উঠেছেন। বসুন্ধরা কিংসের সভাপতির দায়িত্ব নেওয়ার পর তাকে আর পেছনে তাকাতে হয়নি। এত অল্প সময় পরিচিত সংগঠক বনে যাওয়া সংখ্যা কমই বলা যায়। দলের সাফল্য আর বিশ্বমানের বিদেশি এনে নজর কাড়েন ইমরুল। নতুন দল হিসেবে বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিনড্রেসকে এনে আলোড়ন তুলে কিংস। গতকাল সেই কলিনড্রেসকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কিংস সভাপতি। বললেন, ‘মাত্র দেড় বছরে কলিনড্রেস সবাইকে আপন করে নিয়েছিলেন। বাংলাও শিখে ফেলেছিলেন। তার বন্ধু সুলভ আচরণ দেখে মুগ্ধ হয়ে যেতাম। বিশ্বাস করবেন কখনো কলিনড্রেসকে বিদেশি ফুটবলার মনে হয়নি। লোকালদের সঙ্গে সব সময় হাসি ঠাট্টায় মেতে থাকতেন। আমি বলব ফুটবলে বসুন্ধরার আজ দেশ জুড়ে যে পরিচিত তার পেছনে কলিনের অবদান কখনো ভোলবার নয়।

কোনো খেলোয়াড় ম্যাচে ভালো খেলতে পারেনি কিন্তু কলিনকে দেখতাম তার কাছে ছুটে গিয়ে বলতেন আজ পারোনি, কাল পারবে। এটাই তো ফুটবল। হয়তো বা সামনে আমরা কলিনড্রেস মানের ফুটবলার খুঁজে পাব। কিন্তু ব্যক্তি কলিনড্রেসের ছেলে মানুষি আচরণ কখনো ভোলবার নয়।’ বিদায় বেলায় গতকাল কলিনড্রেসের হাতে উপহার সামগ্রী তুলে দেন কিংস সভাপতি।

সর্বশেষ খবর