বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

নিঃসন্দেহে কলিনই সেরা

নিঃসন্দেহে কলিনই সেরা

শফিকুল ইসলাম মানিক

অনেক বিদেশির সঙ্গে খেলেছি। প্রশিক্ষণও করিয়েছি। অস্বীকার করব না ৮০ বা ৯০ দশকে অনেক মানসম্পন্ন বিদেশি ফুটবলার খেলে গেছেন। কিন্তু এত জনের মধ্যেও আমি তিন বিদেশির নাম উল্লেখ করব। এরা হলেন মোহামেডানের এমেকা, শেখ রাসেল ও শেখ জামালের খেলা সনি নর্দে ও বসুন্ধরা কিংসের ড্যানিয়েল কলিনড্রেস। এরা প্রকৃত পক্ষে টিম মেকার। শত বাধার মধ্যেও এরা ঠান্ডা মাথায় খেলতে পারতেন। তবে সেরাদের তালিকায় অবশ্যই কলিনড্রেস। বিশ্বকাপ খেলোয়াড় বলেই তা বলছি না। এমেকাও বিশ্বকাপ খেলেছে, সনিও জাতীয় দলে খেলেছে। কিন্তু কলিনড্রেস মাত্র দেড় বছর খেলে দর্শকদের যেভাবে মুগ্ধ করেছেন। ও যেন মাঠে একাই একশো ছিলেন। অন্যদের পক্ষে তা সম্ভব হয়নি। ওর আগমনে ঘরোয়া ফুটবলে নতুন প্রাণ সঞ্চার হয়েছিল। নির্ভর করার মতো ফুটবলার। দলের প্রয়োজনে কলিন সব পজিশনেই খেলতে পারতেন। ফুটবলে বৃহত্তর স্বার্থেই কলিনড্রেসের মতো মানসম্পন্ন বিদেশি দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর