বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

কলিনের বড় গুণ ঠান্ডা মাথায় খেলেন

কলিনের বড় গুণ ঠান্ডা মাথায় খেলেন

মামুনুল ইসলাম

মানসম্পন্ন বিদেশি ফুটবলারদের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। সনি নর্দের সঙ্গে খেলেছি।

শিক্ষা নিয়েছি। দীর্ঘদিন ধরেই ঘরোয়া আসরে ভালো মানের বিদেশি ফুটবলারের খরা চলছিল।

বসুন্ধরা কিংস সেই গ্যাপটা পূরণ করেছে রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেসকে এনে। ভালো ফুটবলার মানেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলের দেখা তার বড় প্রমাণ কলিনড্রেসই। তার আগমনে ঘরোয়া ফুটবল জেগে উঠেছিল। এখন তার বিদায়ে কিছুটা হলেও ফুটবলে শূন্যতা নেমে আসবে।

কলিনড্রেসের বড় গুণ ছিল ঠান্ডা মাথায় সতীর্থদের খেলাতে পারতেন। পেশাদার লিগ, স্বাধীনতা কাপ এবং এবার ফেডারেশন কাপের কিংসের চ্যাম্পিয়নের পেছনে বড় অবদান কলিনড্রেসই। এক দলে খেলা হয়নি, তবু আমি ভাগ্যবান যে কলিনড্রেসের বিপক্ষে খেলেছি। অনেক কিছু শিখতেও পেরেছি। ঘরোয়া আসরকে জাগিয়ে তুলতে কলিনড্রেসের প্রয়োজন ছিল।

সর্বশেষ খবর