শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

ক্রীড়া ডেস্ক

পেলেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

বিশ্বকাপ জেতা সম্ভব হয়নি। তবুও বর্তমান ফুটবলে লিওনেল মেসিকেই সম্রাট বলা হয়। একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তিনি। সেই ধারাবাহিকতায় বার্সোলোনার অধিনায়কের সামনে আরও দুটি দারুণ রেকর্ডের হাতছানি দিচ্ছে। করোনাভাইরাসের বিরতি শেষে শুরু হয়েছে লা-লিগা। শুরু হবে রেকর্ডের বরপুত্র নতুন কীর্তি গড়ার অভিযানও।

স্পেনের শীর্ষ লিগে গত আসরে সর্বোচ্চ গোল করে মেসি বসেছিলেন রেকর্ড ছয়বার পরিচিতি ট্রফি জয়ী তেলমো সারবার পাশে। চলতি আসরে এখন পর্যন্ত ১৯ গোল করে তিনিই শীর্ষে। দুইয়ে থাকা করিম বেনজামার চেয়ে পাঁচ গোল বেশি। গোলের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবারও মেসির সর্বোচ্চ গোলদাতা হওয়া নিশ্চিত। সে ক্ষেত্রে সবচেয়ে বেশিবার পিচিচি ট্রফি জয়ের রেকর্ড নিজের করে নেবেন মেসি।

ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করে এক দলের সর্বোচ্চ গোলের রেকর্ড পেলের। এখন সেই রেকর্ড ভাঙতে যাচ্ছেন মেসি। এখন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে ৬২৭ গোল করেছেন মেসি। আর মাত্র ১৭ গোল করলে গড়ে ফেলবেন পেলের সেই রেকর্ড।

সর্বশেষ খবর