শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

টাকার কাছে হেরে যাচ্ছে ক্রিকেট!

ক্রীড়া ডেস্ক

টাকার কাছে হেরে যাচ্ছে ক্রিকেট!

টাকার কাছে আবারও হেরে যাচ্ছে ক্রিকেট। আইপিএলের টাকার ঝনঝনানির কাছে তুচ্ছতে পরিণত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের দৌড়ঝাঁপ দেখে আপাতত সেটাই মনে হচ্ছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের এবারের আসর শুরু করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে সময়টায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। করোনাভাইরাসের কারণে আগামী অক্টোবর-নভেম্বর টি-২০ বিশ্বকাপ হবে কি না তা নিয়ে আইসিসি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। বুধবারও এ নিয়ে আইসিসিতে বৈঠক হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। আরও একমাস পিছিয়ে দেওয়া হয় সিদ্ধান্ত নেওয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি দৃঢ় কণ্ঠেই বলেছেন, এ বছর আইপিএল হবে। অনেক ক্রিকেটারই বিশ্বকাপের বদলে আইপিএলে খেলতে আগ্রহী। কেননা এর সঙ্গে জড়িয়ে আছে বড় আয়ের পথ। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন টি-২০ বিশ্বকাপ বাদ দিয়ে যদি আইপিএল হয় তা হবে ক্রিকেটের বড় পরাজয়।

সর্বশেষ খবর