শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

তিন ক্রিকেটারকে সতর্ক পিসিবির

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে পাকিস্তানের অবস্থা নাজুক। আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৫৩৬ জন এবং মৃতের সংখ্যা ২ হাজার ৩৫৬জন। এমন ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তানে সবধরনের খেলাধুলা বন্ধ। স্থবির জীবনের মধ্যেই পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক বাবর আজম অনুশীলন করেছেন। বোর্ডের নির্দেশ অমান্য করে অনুশীলন করায় বিরক্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। কর্তৃপক্ষ সতর্ক করেছে বাবরকে। শুধু বাবর নয়, আরও দুই সদস্য ইমাম উল হক ও তরুণ পেসার নাসিম শাহকেও সতর্ক করেছেন। যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই স্থানীয় ক্লাবে অনুশীলন করেছেন তিন ক্রিকেটার। যা পিসিবির নিষেধাজ্ঞা ভঙ্গের শামিল। অবশ্য চলতি মাসেই অনুশীলনের পরিকল্পনা করেছিল পিসিবি। জুলাইয়ের শেষে তিন টেস্ট ও সমান সংখ্যক টি-২০ খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা পাকিস্তানের। এজন্যই অনুশীলনের পরিকল্পনা করেছিল পিসিবি। কিন্তু তিন ক্রিকেটার সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে অনুশীলন করায় অনুশীলন ক্যাম্প বাতিল করেছে পিসিবি।

সর্বশেষ খবর