শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

লা-লিগা ফিরল মাঠে

ক্রীড়া ডেস্ক

লা-লিগা ফিরল মাঠে

সময়ের হিসাবে তিন মাস পর শুরু হয়েছে বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগ লা-লিগা। ৯৩ দিনের অবসান শেষে পরশু রাতে করোনাভাইরাস ভীতিকে পেছনে ফেলে ফুটবল লড়াইয়ে নেমেছে সেভিয়া ও রিয়াল বেটিসকে। ম্যাচটির দিকে নজর ছিল গোটা বিশ্বে ফুটবলপ্রেমীদের। যদিও করোনাভাইরাসকে পাস কাটিয়ে লিগ শুরু হয়েছে জার্মানি ও পর্তুগালে। দীর্ঘদিন অপেক্ষার অবসান শেষে লা লিগার ফেরার ম্যাচে দর্শকশূন্য ঘরের মাঠে সেভিয়া ২-০ গোলে হারিয়েছে সফরকারী রিয়াল বেটিসকে। এই জয়ে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সেভিয়া এখন তিনে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার ওপরের দল লিওনেল মেসির বার্সেলোনা এবং ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। করোনাভাইরাসে স্পেনের অবস্থা ভয়াবহ। আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৭৮৭ জন এবং মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৬ জন। ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে মৃতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নির্দেশনা মেনে ডাগ আউটে থাকা খেলোয়াড় ও স্টাফরা মাস্ক ব্যবহার করেছেন। পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনা খেলতে নামবে আজ। প্রতিপক্ষ রিয়াল মায়োর্কা। রবিবার রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এইবার।   

করোনাভাইরাসে গত তিন মাস পুরোপুরি বিপর্যস্ত বিশ্ব। কভিড-১৯ ভাইরাসের সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। বাড়ছে মৃতের সংখ্যা। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন ভয়াবহ পরিস্থিতিতে স্থবির ছিল জনজীবন। তারপরও স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া দেশগুলো। নানা বিধিনিষেধ মেনে দেশগুলো লকডাউন তুলে নিয়েছে। এর ফলেই শুরু হয়েছে লা লিগা। পরশু রাতে দুই দলই সাবধানী ফুটবল খেলতে থাকে। ফলে প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ভাগ্য সহায়তা হলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত সেভিয়া। ১০ মিনিটে লুকাস ওকোম্পের শট ক্রস পিঠে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে নড়েচড়ে বসে সেভিয়া। ৫৬ মিনিটে স্পট কিকে দলকে এগিয়ে নেন ওকোম্পা (১-০)। চলতি লিগে ওকোম্পের এটা ১১ গোল। ১৯ গোল নিয়ে সবার ওপরে বার্সার আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি। ৬২ মিনিটে গোলসংখ্যা ২-০ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফার্নান্দেজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর