শিরোনাম
শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

বার্সা কোচের সমালোচনায় রিভালদো

ক্রীড়া ডেস্ক

বার্সা কোচের সমালোচনায় রিভালদো

প্রতিপক্ষের ক্লান্তি কাজে লাগানোর সুযোগ থাকল না বার্সেলোনার কিকে সেতিয়েনের এই ভাবনা মোটেই সন্তুষ্ট হতে পারেননি রিভালদো। করোনাভাইরাস পরিস্থিতিতে পাঁচজন বদলি খেলোয়াড় নামানোর নিয়ম নিয়ে বার্সা কোচের মন্তব্যের সমালোচনা করেছেন সাবেক এ মিডফিল্ডার। সেতিয়েনের মতে, বার্সেলোনা অনেক ম্যাচ জিতে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে, যখন প্রতিপক্ষ খেলোয়াড়রা ক্লান্ত হয়ে যান। নতুন নিয়মে বেশি বদলি খেলোয়াড় নামানোর সুযোগ থাকায় বার্সা এ সুবিধা থেকে বঞ্চিত হবে কোচের শঙ্কা। বেটফেয়ারে নিজের কলামে সেতিয়েনের এ মনোভাবে সমালোচনা করেন দলটির সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিভালদো। ‘পাঁচ বদলির নিয়ম কিছু দলকে বাদ রেখে অন্যদের সুবিধা দেবে আমি এমনটি মনে করি না। কারণ সব দলের জন্য খেলোয়াড় পরিবর্তনের একই নিয়ম থাকছে। রিভালদো বলেন, ‘ফিফা নিয়মটি করতে যাচ্ছে মানবিকের কথা চিন্তা করে। করোনাভাইরাসে অনেক খেলোয়াড়ই মাঠে ক্লান্ত হয়ে পড়তে পারেন। সুতরাং পাঁচ বদলির নিয়মটা সমর্থনযোগ্য।

সর্বশেষ খবর