শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

ক্রিকেটেও বর্ণবাদ আছে

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটেও  বর্ণবাদ আছে

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি অভিযোগ করেছেন, তিনি বর্ণবাদের শিকার হয়েছেন। শ্রীলঙ্কান ক্রিকেটাররা বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু ইনস্টাগ্রামে মন্তব্য করে ফেসে যাচ্ছেন ভারতীয় পেসার ঈশান্ত শর্মা। তিনি সামিকে ‘কালু’ বলে সম্বোধন করেছেন। এরপর তোলপাড় ক্রিকেটাঙ্গন। তবে গোটা পৃথিবী তোলপাড় জর্জ ফ্লয়েডের মৃত্যুতে। পুলিশের হাতে নিহত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবাদের ঝড় বইছে। অনেকেই এখন মুখ খুলছেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ৩৯ বছর বয়স্ক মাইকেল কারবেরী ‘ক্রিকেট ব্যাজার ব্রডকাস্ট’-এ স্পষ্ট করে বলেছেন, ক্রিকেটে বর্ণবাদ রয়েছে। তিনি বলেন, ‘আমি কালো বলে পুলিশ বহুবার আমাকে গ্রেফতার করেছে। মিনিয়াপোলিসের ঘটনাটি নিত্যদিনের ব্যাপার। কেবল ওই মাসেই সম্ভবত জর্জ ফ্লয়েডের মতো আরও ৫০ থেকে ১০০টি ঘটনা ছিল। ঘটনাটি আলোড়িত হওয়ার কারণ, কেউ একজন ভিডিও করেছে বলে।’ ফ্লয়েডের ওই ঘটনার পর ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইলও অভিযোগ করেছিলেন, ক্রিকেটে বর্ণবাদ রয়েছে। সামি সুনির্দিষ্ট অভিযোগ করেছেন বর্ণবাদের। এবার ইংলিশ ক্রিকেটার কারবেরী একই অভিযোগ করেছেন, ‘ক্রিকেটে বর্ণবাদ রয়েছে। যারা খেলাটি পরিচালনা করেন, তারা কৃষ্ণাঙ্গদের পাত্তা দেয় না। ইংলিশ ক্রিকেটের কালো মানুষরা কখনোই আলাদা করে গুরুত্ব পায় না।’ প্রথম শ্রেণির ক্রিকেটের পরিচিত মুখ কারবেরী ৬টি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-২০ খেলেছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর