শিরোনাম
শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

অক্টোবরে মাঠে গড়াচ্ছে এএফসি কাপ

ক্রীড়া ডেস্ক

স্থগিত হওয়া বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের তারিখ আগেই ঠিক করা হয়েছে। এবার অক্টোবর থেকে শুরু হবে এশিয়ান ফুটবলের ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট এএফসি কাপ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে স্থগিত হয় এএফসি কাপ। বাংলাদেশ চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরা কিংস টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ঢাকা আবাহনী প্লে-অফ থেকেই বিদায় নিয়েছে। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপ টিসি স্পোর্টসের ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। গ্রুপে অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ র‌্যাডিয়ান্ট ও চেন্নাই এএফসি। গত ৫ জুন বিভিন্ন ক্লাব ও ফেডারেশনের অনলাইনে সভা করেছিল। তাদের বরাত দিয়ে গতকাল বাফুফে এএফসি কাপ শুরুর কথা জানিয়েছে। অক্টোবর ও নভেম্বরে গ্রুপ পর্বের খেলা। ইন্টারজোনাল সেমিফাইনাল হবে ২৪ নভেম্বর। পাঁচজন বদলি খেলোয়াড় নামানোর কার্যক্রম হবে অক্টোবর থেকে। পরিচিত পরিস্থিতিতে দলগুলোকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য নিবন্ধনের সুযোগ ও দেওয়া হবে। রেজিস্ট্রেন উইন্ডো খেলার তারিখ পরে ঘোষণা করবে এএফসি।

সর্বশেষ খবর