শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড

তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ইংল্যান্ডে। আগামী মাসের শেষে ইংল্যান্ড সফর করবেন আজহার আলি (টেস্ট অধিনায়ক) ও  বাবর আজামের (টি-২০ ও ওয়ানডে অধিনায়ক) পাকিস্তান। করোনাভাইরাস ভীতিকে পাশ কাটিয়ে পাকিস্তান ক্রিকেটাররা ইংল্যান্ডে পা রাখবেন জুলাইয়ের শুরুতে। সফরের জন্য ৪৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের মধ্যে ২৯ জন ক্রিকেটার এবং ১৪ জন টিম ম্যানেজমেন্ট। দলে একমাত্র নতুন মুখ অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ খেলা হায়দার আলি। দলের সবচেয়ে বয়জ্যেষ্ঠ ক্রিকেটার ৩৬ বছর বয়সী পেসার সোহেল খান। ক্রিকেটারদের মধ্যে চারজন ওপেনার, নয়জন মিডল অর্ডার, দুই উইকেটরক্ষক, ১০ জন ফাস্ট বোলার ও চার জন স্পিনার রয়েছেন। পাকিস্তান ক্রিকেট দল অনুশীলন করবে ইংল্যান্ডে।

পাকিস্তান স্কোয়াড : আবিদ আলি, ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, আজহার আলি, বাবর আজম, আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, ওসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান এবং ইয়াসির শাহ।

টিম ম্যানেজম্যান্ট : মিসবাহ উল হক (হেড কোচ), শহীদ আসলাম (সহকারী কোচ), ওয়াকার ইউনুস (বোলিং কোচ), আবদুল মাজিদ (ফিল্ডিং কোচ), ইয়াসির মালিক (কন্ডিশনিং কোচ), তালহা বাট (টিম এনালিস্ট), ক্লিফ ডেকন (ফিজিওথেরাপিস্ট), ইউনিস খান (ব্যাটিং কোচ), মুস্তাক আহমেদ (স্পিন কোচ) ও মনসুর রানা (ম্যানেজার)।

সর্বশেষ খবর