রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

তিন মাস পর মাঠে নামছে রিয়াল

ক্রীড়া ডেস্ক

তিন মাস পর মাঠে নামছে রিয়াল

স্বাভাবিক সময়ে রিয়াল মাদ্রিদের ম্যাচ সারা বছরই থাকে। এমনকি জুন-জুলাইয়ে বিরতির সময়টাতেও নানা রকমের প্রীতি ম্যাচ খেলে ভক্তদের মন  জোগায় লস ব্ল্যাঙ্কোসরা। করোনাভাইরাসের কারণে অতীতের অনেক কিছুই বদলে গেছে। রিয়াল মাদ্রিদও ভক্তদের সামনে উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে হাজির হতে পারেনি। অবশেষে দীর্ঘদিন পর মাঠে নামতে যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। তিন মাস চারদিন পর আজ আবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ এইবার।

সর্বশেষ রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল ৯ মার্চ। সেবার তারা ২-১ গোলে হেরেছিল রিয়াল বেটিসের কাছে। করিম বেনজেমা গোল করেও দলকে পরাজয়ের কবল থেকে বাঁচাতে পারেননি। অথচ ২ মার্চ এল ক্ল্যাসিকোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছিল বার্সেলোনাকে। রিয়াল বেটিসের কাছে সেই পরাজয়ের দুঃসহ স্মৃতি নিশ্চয়ই এতদিনে ভুলে গেছে রিয়াল মাদ্রিদ। নতুন উদ্যোমে তারা আজ খেলতে নামবে। গত রাতে বার্সেলোনা খেলতে নেমেছে মায়োর্কার মাঠে। গতকাল পর্যন্ত লা লিগায় ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের আর মাত্র ১১ ম্যাচ করে বাকি দুই জায়ান্টের। এর মধ্যেই নির্ধারিত হবে, মৌসুমের চ্যাম্পিয়ন। এদিকে লা লিগার ম্যাচে গত শুক্রবার জয় পেয়েছে গ্রানাডা। তারা ২-১ গোলে হারিয়েছে গেটাফেকে। এছাড়াও ১-১ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া- লেভান্তে।

সর্বশেষ খবর