রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

সালাউদ্দিনের উপদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবলারদের উপদেশ দিয়ে বলেছেন, ‘আমার একটা ছোট উপদেশ থাকবে তোমাদের কাছে। যেহেতু করোনা ভাইরাসের ২-৩ মাস যাবত ফুটবল বন্ধ, তাই আমার উপদেশ থাকবে  তোমরা ভোরবেলা অনুশীলন করবে।’ ফুটবল ফেডারেশনের প্যাডে ফুটবলারদের উদ্দেশে একটি চিঠি লিখে পাঠিয়েছেন সালাউদ্দিন। সেই চিঠিতে তিনি বলেছেন, ‘ভোর ছয়টার দিকে জনগণের চলাচল কম থাকে। ওই সময় প্রতিদিন ১০ থেকে ১২ মাইল জগিং করবে তোমরা। এরপর অল্প জায়গায় নিজেই শারীরিক অনুশীলন করবে।’ ফিটনেস যেন কমে না যায় সেজন্যই এমন পরামর্শ দিয়েছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর