সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

‘বর্ণবাদকে না বলুন’ মুশফিকের আহ্বান

ক্রীড়া প্রতিবেদক

‘বর্ণবাদকে না বলুন’ মুশফিকের আহ্বান

মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মর্মান্তিক মৃত্যুর পর গোটা বিশ্বই বর্ণবাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। করোনাভাইরাসের পর ইউরোপে ফুটবল শুরু হয়েছে বর্ণবাদের প্রতিবাদ জানিয়ে। ফুটবলাররা হাঁটু গেড়ে প্রতিবাদ জানিয়েছে। এবার যোগ দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।

ফেসবুকে তার ফ্যানপেজে একটি ছবি পোষ্ট করেছেন। মুশফিক একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে, সেখানে লেখা- ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি, বর্ণবাদকে না বলুন।’ সামাজিক যোগাযোগের মাধ্যমে মুশফিকের স্ট্যাটাস ভাইরাল হয়ে যায় গোটা দুনিয়ায়।

সব খেলাতেই কম বেশি বর্ণবাদ আছে। অনেকের ধারণা ছিল ‘ভদ্র লোকের খেলা’ ক্রিকেটে বুঝি বর্ণবাদ নেই। কিন্তু ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল প্রথম মুখ খুলেন। তিনি বলেন ক্রিকেটেও বর্ণবাদ আছে এবং তিনি এর শিকার হয়েছেন। এরপর হাটে হাঁড়ি ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি বলেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তাকে এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের ‘কালু’ ডাকা হতো। স্যামির কথার পর ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিও যেন নড়ে চড়ে বসেছে।

সর্বশেষ খবর