সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

কোহলি একাই ১১

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের কিংবদন্তি বোলার সাকলায়েন মুস্তাক। স্পিন কোচ হিসেবেও তার খ্যাতি বিশ্বজোড়া। ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন উপদেষ্টা হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। সেই সাকলায়েনের কাছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি একাই ১১জন। ইংল্যান্ডের কোচ থাকার সময় দুই ইংলিশ স্পিনার মঈন আলি ও আদিল রশিদকে পরামর্শ দেওয়ার সময় বলেছেন, ‘ সে (কোহলি) একজন নয়, এগারো জন। আমি ওদেরকে (মইন ও রশিদ) সবসময় এটিই বলতাম যে, বিরাটকে আউট করা মানে গোটা ভারতীয় দলকে আউট করা। সে একাই ১১ জনের সমান, তাকে সেভাবেই দেখতে হবে।’ ইনস্টাগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা করেছেন সাকলাইন মুস্তাক। তিনি বলেছেন, ‘বোলার হিসেবে নিজের ভাবনায় পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, সে অবশ্যই বিশ্বমানের ব্যাটসম্যান যে নিজের খেলায় চূড়ায় আছে এবং কোনো ধরনের স্পিনেই যার কোনো দুর্বলতা নেই, সেটা হোক অফ স্পিন, বা লেগ কিংবা বাঁহাতি স্পিন। কিন্তু আমি সবসময় ওদেরকে বলতাম, বোলার হিসেবে দায়িত্বটা তোমার, গোটা বিশ্ব তোমাকে দেখছে। তাই নিজের পরিকল্পনায় পরিষ্কার থাকতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর