মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা
কোয়াবের ভার্চুয়াল সভা

প্রিমিয়ার লিগ শুরুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের শ্রীলঙ্কা সফর, অনুশীলন শুরু, ঢাকা প্রিমিয়ার লিগ-বেশকিছু বিষয় নিয়ে রবিবার রাতে আবারো ভার্চুয়াল সভা করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সভায় অংশ নেয় জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেশ কজন ক্রিকেটার। সভায় শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আর ঢাকা প্রিমিয়ার লিগ এখনই শুরু হচ্ছে না! আর কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে। লঙ্কান ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন। আগামী মাসেই শ্রীলঙ্কা সফর করার কথা টাইগারদের। কিন্তু এই সফরে যাওয়ার ব্যাপারে বেশ কিছু ঝুঁকি দেখছেন ক্রিকেটাররা। সভায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে প্রিমিয়ার লিগ শুরু হওয়া নিয়ে। দেশের বেশির ভাগ ক্রিকেটারের আয়ের মূল উৎস এই শেষ পর্যন্ত মাঠে না গড়ালে বিপদে পড়বেন ক্রিকেটারদের অনেকেই।  তারপর এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সংগঠনটি।

সর্বশেষ খবর