মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

অধিনায়ক কোহলি কিছুই জেতেনি

গৌতম গম্ভীর, ভারত

ক্রীড়া ডেস্ক

অধিনায়ক কোহলি কিছুই জেতেনি

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নের উত্তরে সবাই হয়তো কোহলির নামই নেবেন। ভারতের এই ব্যাটসম্যান এতটাই চমৎকার ব্যাটিং করেন যে, গোটা ক্রিকেট বিশ্বকে মোহিত করে রেখেছেন। ধীরে ধীরে নিজেকে অনন্য উচ্চতার দিকে নিয়ে যাচ্ছেন। কোহলির এমন ধারাবাহিকতা সামনের কয়েক বছর চলতে থাকলেও হয়তো সর্বকালের সেরা ব্যাটসম্যানই হয়ে যেতে পারেন। কিন্তু অধিনায়ক হিসেবে কোহলি কতটা সফল? ২০১৭ সালে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হয়েছেন। এরপর আইসিসির বড় কোনো ট্রফিই যে জিততে পারেননি তিনি। ২০১৭ সালে তার নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়ে যায়। ২০১৯ বিশ্বকাপেও ফেবারিট ছিল কোহলির ভারত। কিন্তু সেমিফাইনালে তারা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি দুই দিন ধরে হয়েছে। ম্যাচে নাটকীয়ভাবে হেরে যায় ভারত। তাই অধিনায়ক কোহলির সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘ক্রিকেট দলীয় খেলা। কেউ নিজের মতো করে রান করে যেতে পারেন। ব্রায়ান লারার মতো কেউ কেউ আছে যারা অনেক রান করেছে। আবার জ্যাক ক্যালিসের মতো কেউ আছে যারা কিছুই জেতেনি। সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এই মুহূর্তে বিরাট কোহলি কিছুই জেতেনি। তার অর্জনের অনেক কিছুই আছে।’ গম্ভীর বলেন, ‘কেউ বড় বড় ইনিংস খেলতে পারে। তবে আমার মতে, বড় ট্রফি না জেতা পর্যন্ত কখনই পুরো ক্যারিয়ার পূর্ণতা পায় না।’

সর্বশেষ খবর