বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা
শুরু হচ্ছে ইংলিশ লিগ

ম্যানসিটি-আর্সেনাল মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটি-আর্সেনাল মুখোমুখি

ম্যানসিটির অনুশীলন

ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১০ মার্চ। এরপর থেকেই স্থগিত হয়েছিল ইউরোপের অন্যতম সেরা এই ফুটবল লিগ। করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আজ প্রথম ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে রেলিগেশন তালিকায় থাকা অ্যাস্টন ভিলা। তবে দর্শকরা তাকিয়ে থাকবেন ম্যানসিটি-আর্সেনাল ম্যাচের দিকে। বাংলাদেশ সময় রাত ১টা ১৫মিনিটে ইতিহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হলেও থাকছে কঠোর বিধিনিষেধ। দর্শক থাকতে পারবেন না মাঠে। তবে মাঠের পাশে বিগ স্ক্রিনে টিভিতে খেলা উপভোগ করা দর্শকদের দেখা যাবে সরাসরি। ফুটবলারদের জন্যও থাকছে নানান নিয়ম। মাঠে থুতু ফেলা যাবে না। নাক পরিষ্কার করা যাবে না। গোল উদযাপনের সময় দূরত্ব বজায় রাখতে হবে। ফুটবলার ও স্টাফ মিলিয়ে ৩০০ জনের ওপর থাকা যাবে না। বল বয় থাকতে পারবে না। এতসব বিধিনিষেধ মেনে কতোটা ভালো ফুটবল উপহার দিতে পারবেন আগুয়েরোরা তাই দেখা যাক! ইংলিশ লিগের দুই পুরনো প্রতিপক্ষ ম্যানসিটি-আর্সেনাল। দুই দল এর আগে সবমিলিয়ে ১৯৭ বার মুখোমুখি হয়েছে (ইলেভেন ভার্সেস ইলেভেন ওয়েবসাইটের তথ্যমতে)। এর মধ্যে ৯৬ বারই জয় পেয়েছে আর্সেনাল। ম্যানসিটি জয় পেয়েছে ৫৬ বার।

সর্বশেষ খবর