বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা
ইমরান খানের সিদ্ধান্ত

ইংল্যান্ড সফরে খেলোয়াড়দের স্ত্রী-সন্তান নিষিদ্ধ

‘খেলোয়াড়দের বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরিবারকে সঙ্গে নেওয়া যাবে না। পরিবার আলাদাভাবে গিয়ে থাকলেও কোনো লাভ নেই।’

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড সফরের জন্য ছাড়পত্র পেয়ে গেছে পাকিস্তান। প্রেসিডেন্ট ইমরান খান ছাড়পত্রের সঙ্গে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করে দিয়েছেন। এই সফরে দলের কেউ পরিবার নিয়ে যেতে পারবেন না।

পিসিবির এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘খেলোয়াড়দের বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরিবারকে সঙ্গে নেওয়া যাবে না। পরিবার আলাদাভাবে গিয়ে থাকলেও কোনো লাভ নেই। সেপ্টেম্বরে সফর শেষ হওয়ার আগ পর্যন্ত দলের কেউ পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না।’ এই সফরে মোট ২৯ জন খেলোয়াড় ও ১৮ অফিশিয়ালকে ইংল্যান্ড সফরে পাঠাবে পিসিবি। চলতি মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ড যাওয়ার কথা পাকিস্তানের। সিরিজ শুরু হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। দেশে সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমূখী বলে প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে পিসিবি। তারা অনেক আগেই ইংল্যান্ডের মাটিতে পা রাখছে। সেখানেই অনুশীলন সেরে নেবেন ক্রিকেটাররা। ইংল্যান্ডে পৌঁছেই থাকতে হবে কোয়ারেন্টাইনে।

সর্বশেষ খবর