বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

ইউএস ওপেনের আয়োজকরা খুবই স্বার্থপর

নিক কিরগিওস, অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ইউএস ওপেনের আয়োজকরা খুবই স্বার্থপর

এখনো প্রতিদিন শত শত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে নিউইয়র্কে। এই শহরে ৩০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। অথচ এর মধ্যেও ইউএস ওপেন আয়োজন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন। ৩১ আগস্ট থেকে ইউএস ওপেন শুরু হওয়ার কথা। এই সিদ্ধান্তের সমালোচনা করে এরই মধ্যে বক্তব্য দিয়েছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং সিমোনা হালেপ। এবার অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরগিওস ইউএস ওপেন আয়োজকদের সমালোচনা করে বললেন, ‘ইউএস ওপেন আয়োজন করার জন্য যারা পরিকল্পনা করছে তারা স্বার্থপর। সেখানে যেতে হলে আমাকে সুরক্ষা পোশাক পরে যেতে হবে। তারপর দেশে ফিরে এলে দুই সপ্তাহ থাকতে হবে কোয়ারেন্টাইনে।’ ইউএস ওপেনে পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল। মেয়েদের এককে গতবার চ্যাম্পিয়ন হয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু।

সর্বশেষ খবর