শিরোনাম
বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

দর্শক ছাড়া প্রথম পিজিএ শুরু আগস্টে

হার্ডিং পার্ক গলফ কোর্স, যুক্তরাষ্ট্র

এএফপি

দর্শক ছাড়া প্রথম পিজিএ শুরু আগস্টে

সান ফ্রান্সিসকোতে আগামী আগস্টে শুরু হচ্ছে বছরের প্রথম পিজিএ চ্যাম্পিয়নশিপ। তবে কোনো দর্শক কোর্সে ঢুকতে পারবেন না। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৬-৯ আগস্ট। এই প্রথম কোনো মেজর চ্যাম্পিয়নশিপ দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে।

হার্ডিং পার্ক গলফ কোর্সে খেলা মানেই দর্শকের উপচে পড়া ভিড়। গড়ে প্রতিদিন ৪০ হাজার করে দর্শক হয়। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে সেখানে দর্শক ছাড়াই অনুষ্ঠিত

হতে যাচ্ছে টুর্নামেন্ট।

তবে এই আসরটি হওয়ার কথা ছিল গত মে মাসে। কিন্তু যুক্তরাষ্ট্রে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় পিছিয়ে যায়। করোনার কারণে মোট ১১টি টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার আর পিছিয়ে বা স্থগিত না করে দর্শক ছাড়া আয়োজন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই টুর্নামেন্টে প্রধান আকর্ষণ, টানা চারটি মেজর জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নামবেন ব্রুকস কোয়েপকা।

সর্বশেষ খবর