বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

খেলাশূন্য ক্রীড়াঙ্গন আর কতদিন?

খেলাশূন্য ক্রীড়াঙ্গন আর কতদিন?

মার্চ মাস থেকেই দেশের ক্রীড়াঙ্গন অচল হয়ে পড়েছে। কোনো খেলাধুলায় নেই। অবশ্য কিছু করারও নেই। করোনাভাইরাসে বিশ্বক্রীড়াঙ্গনেও একই অবস্থা। খেলাপাগল বাংলাদেশ। জনপ্রিয় তিন খেলা ক্রিকেট, ফুটবল ও হকি বন্ধ। এ নিয়ে কথা হয় জাতীয় দলের সাবেক কোচ ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন, পেশাদার ফুটবলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও কোচ মাহবুব হারুনের সঙ্গে- ক্রীড়া প্রতিবেদক

 

ফিটনেসের গুরুত্ব  অনেক

নিজে ছিলেন তারকা ক্রিকেটার। জাতীয় ও বিভিন্ন দলের প্রশিক্ষকেরও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিসিবির পরিচালকও। তাই খালেদ মাহমুদ সুজন ভালোমতো উপলব্ধি করছেন ক্রিকেটারদের বসে থাকাটা কতটা হতাশাজনক। তিনি বলেন, ‘ক্রিকেটের সচল চাকা অচল করে দিয়েছে করোনাভাইরাস। প্রিমিয়ার লিগ শুরু করেও স্থগিত রাখতে বাধ্য হয়েছি। আন্তর্জাতিক ম্যাচও নেই। অবশ্য করোনাভাইরাসে ক্রিকেট খেলা প্রতিটি দেশেরই একই অবস্থা। তবে ফিজিওর নির্দেশনা মেনেই আমাদের ক্রিকেটাররা বাসায় নিজেদের ফিটনেস ঠিক রাখছেন। এ সময় ফিটনেসের গুরুত্ব অনেক। ক্রিকেটাররা এমন স্থবিরতার মধ্যেও ফিটনেসের জন্য জিম বা সব কিছুই করছেন। কিন্তু ম্যাচ প্র্যাকটিসের বিকল্প নেই। আপনি কতটা ফিট তা ম্যাচ প্র্যাকটিসেই প্রমাণ মিলবে। এর কোনো বিকল্প নেই। কিন্তু কি করবেন করোনাভাইরাস যখন আরও ভয়াবহ হয়ে উঠছে তখন প্র্যাকটিস ম্যাচ হয় কিভাবে? ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। এটাই এখন বন্ধ।

 

মনোবল শক্ত থাকলে সবই ঠিক

মাহবুব রহমান রক্সি। বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখ। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে নেতৃত্বও দিয়েছেন তিনি। বয়সভিত্তিক ফুটবলে সফল কোচ রক্সি। তার প্রশিক্ষণে শেখ জামাল ধানমন্ডি ক্লাব পেশাদার লিগে রানার্সআপ হয়। গত মৌসুম থেকেই রক্সি দেশের আলোচিত ক্লাব বসুন্ধরা কিংসের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। মাঠে ফুটবল না থাকায় তিনি হতাশ। বললেন, ‘উপায়ও নেই কারোনাভাইরাসে যেখানে জীবন-মরণ সমস্যা সেখানে খেলা হয় কিভাবে? জেনে শুনে ঝুঁকি নিতে পারেন না কর্মকর্তারা। তবুও মন মানে না। ফুটবলাররা চায় মাঠে নামতে। আমি তাদের মনের অবস্থা বুঝি। তবে খেলোয়াড়দের উদ্দেশ্য বলব মনোবল ঠিক রাখ। দেখবে সবই ঠিক। হতাশা কাজ করবে না। অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি কাপের সিডিউল ঘোষণা হয়েছে। খেলোয়াড়রা নিশ্চয় ভাবছে অনুশীলনে না থাকলে পারফরম্যান্স শো করব কিভাবে? বাফুফে কোচ জেমি ডের সঙ্গে ফের চুক্তিবদ্ধ হয়েছে। হয়তো ফেডারেশন থেকে খেলোড়দের গাইড লাইন দেবে। তাছাড়া ক্লাব থেকে নির্দেশনা আগেই দেওয়া হয়েছে কিভাবে ফিটনেস ঠিক রাখা যায়। মনোবলটাই এখানে আসল।

 

পারফরম্যান্সের ওপর প্রভাব পড়বে

দেশের তারকা হকি খেলোয়াড় মাহবুব হারুন। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক ছিলেন ঢাকা আবাহনীর। জাতীয় দলের প্রশিক্ষকেরও দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে। দেশের হকির নখদর্পণ তার সবই জানা। হকি নিয়ে বড্ড হতাশ হারুন। বললেন, ‘করোনাভাইরাস নয়। হকি তো স্থবির হয়ে পড়েছে অনেক আগে থেকেই। নতুন কমিটি আসার পর অনেক আশার বাণী শুনিয়েছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। দুই বছর ধরে দেশের হকির মূল আকর্ষণ প্রিমিয়ার লিগের দেখা নেই। এখন তো করোনাভাইরাসে সব কিছু অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় খেলোয়াড়দের মন-মানসিকতা ভালো থাকে কিভাবে? প্রতিযোগিতামূলক কোনো খেলা নেই। এতে অবশ্যই পারফরম্যান্সের ওপর প্রভাব পড়বে। দেখেন বাফুফে বা বিসিবি খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখতে গাইড লাইন দিচ্ছে। হকি ফেডারেশন কি পারে না এভাবে খেলোয়াড়দের মনোবল চাঙ্গা রাখতে। অনেক খেলোয়াড়ই উপদেশ চান এ অবস্থায় তারা কি করবে? আমি তাদের বলি বাসায় বারান্দায় বা ছাদে ফিটনেসের জন্য ব্যায়াম করতে। সত্যি বলতে কি যে অবস্থা দেখছি হকির ভবিষ্যৎ নিয়েই শঙ্কিত হয়ে পড়েছি।’

সর্বশেষ খবর