বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

বাফুফেকে সতর্ক ফিফার

ক্রীড়া প্রতিবেদক

বাফুফেকে সতর্ক ফিফার

২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ফিফার নির্দেশে করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করে বাফুফে। ফিফা এটাও নির্দেশনা দিয়েছিল স্থগিত অবস্থায় নির্বাচন ঘিরে কোনো কার্যক্রম যেন না চলে। কিন্তু বাফুফে সেই নির্দেশ মানেনি। নির্বাচন স্থগিত হলেও কাউন্সিলরশিপের তালিকা তৈরি করতে উঠেপড়ে লেগেছে। তা নিয়েও বিতর্ক উঠেছে। কেননা কাউন্সিলরশিপ মনোয়নে নিয়ম অনুযায়ী ক্লাব বা সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিতে হয়। চিঠি পাওয়ার পরই ক্লাব ও সংস্থাগুলো বৈঠক করে বাফুফের কাছে তাদের কাউন্সিলররের নাম পাঠায়। একে তো ফিফার নির্দেশ উপেক্ষিত করা হয়েছে। তারপর আবার অধিকাংশ ক্ষেত্রে কাউন্সিলরশিপ মনোনয়নে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে বাফুফের বিরুদ্ধে। এর প্রমাণও পাওয়া গেছে। ক্লাব বা সংস্থার অনুমতি না নিয়েই বাফুফে নাকি প্রাথমিকভাবে কাউন্সিলরশিপ ঠিক করেছে। অন্য দিকে আবার অপর পক্ষের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। ফুটবলে অভিজ্ঞ সংগঠক ফজলুর রহমান বাবুল বলেন, ‘নির্বাচন এলে কাউন্সিলরশিপ নিয়ে শুধু বাফুফে নয় অন্য ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ উঠে। তবে বাফুফে এবার অনিয়মের নতুন রেকর্ড গড়েছে। তারা দেখছে যাদের কাছ থেকে ভোট পাওয়ার আশা নেই। তাদের নাম বাদ দিয়েই নাকি বাফুফে তাদের পছন্দের কাউন্সিলরশিপ বেছে নিচ্ছে। এ নিয়ে কোর্টে যেমন মামলা উঠেছে। ফিফার কাছে অভিযোগও করা হয়েছে।’ একজন কর্মকর্তা জানান ফিফা এ নিয়ে বাফুফের ওপর ভীষণ ক্ষুব্ধ। নির্বাচন নিয়ে ফিফা জরুরি বার্তা পাঠিয়েছে বাফুফের কাছে। সেখানে ফিফা সর্তক করে দিয়েছে করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এজিএম ও নির্বাচন যেন না হয়। শুধু তাই নয় এ সময়ে নির্বাচনী কোনো কর্মকা- মেনে নেবে না বলে বাফুফেকে জানিয়ে দিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ একটি বার্তা সংস্থার কাছে চিঠির কথা স্বীকারও করেছেন। তবে তিনি একে সতর্ক বার্তা বলতে নারাজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর