বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

রোনালদোর আরও কাছে মেসি

ক্রীড়া ডেস্ক

রোনালদোর আরও কাছে মেসি

প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর আরও কাছে পৌঁছেছেন লিওনেল মেসি। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার মেসি স্পট কিকে এখন পর্যন্ত লা লিগায় গোল করেছেন ৫৬টি। পরশু রাতে লুগানিজের বিপক্ষে পেনাল্টিতে গোল করে তিনি স্পর্শ করেছেন মেক্সিকান গ্রেট হুগো সানচেজকে। এখন পিছু পিছু দৌড়াচ্ছেন পর্তুগিজ তারকা রোনালদোর। লুগানিজের বিপক্ষে মঙ্গলবার রাতে ২-০ গোলের জয়ী ম্যাচে বার্সেলোনার পক্ষে দ্বিতীয় গোলটি করেন মেসি পেনাল্টিতে। এর ফলে লা লিগায় পেনাল্টিতে তার গোল সংখ্যা ৫৬টি। সানচেজের গোল সংখ্যাও ৫৬। ৬১ গোল করে সবার উপরে রোনালদো। পর্তুগিজ স্ট্রাইকার এখন সিরি-এ-তে খেলছেন জুভেন্টাসে। ফলে মেসির সম্ভাবনা রয়েছে রোনালদোকে টপকে যাওয়া। পরশু রাতে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার দুই গোলের জয়ী ম্যাচের আরেকটি করেন তরুণ আনসু ফাতিহ। এই জয়ে বার্সেলোনার পয়েন্ট ২৯ ম্যাচে ৬৪। এক ম্যাচ কম খেলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৯। আজ জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। দুই দলের প্রথম লেগে বার্সেলোনা জিতেছিল ২-১ গোলে। এবার ঘরের মাঠে জয় পায় দুই অর্ধের দুই গোলে। ৪২ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায় ফাতিহের গোলে। জুনিয়র ফিরপোর বাড়ানো বল ধরে ঠান্ডা মাথায় লুগানেসের গোলরক্ষককে বোকা বানান ফাতিহ (১-০)। প্রথমার্ধ শেষ হয় এই এক গোলেই। ৬৩ মিনিটে গোল করেছিলেন বার্সার ফরাসি মিডফিল্ডার অ্যাতোয়ান গ্রিজম্যান। কিন্তু ভিআর প্রযুক্তিতে গোলটি বাতিল করেন রেফারি। ৬৯ মিনিটে পেনাল্টিতে গোল সংখ্যা ২-০ করেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি মেসির ৬৯৯ নম্বর গোল। ক্যাম্প ন্যুয়ে তার গোলসংখ্যা ৪৯৯।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর