বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

আগে পরীক্ষা পরে অনুশীলন

আগে পরীক্ষা পরে অনুশীলন

ইংলিশ কোচ জেমি ডে’র সঙ্গে নতুনভাবে আরও দুই বছর চুক্তি করেছে বাফুফে। আগস্টেই জাতীয় দলের অনুশীলন শুরু করতে চায় ম্যানেজমেন্ট কমিটি।

৪৪ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিকভাবে ক্যাম্প শুরু করবে বাফুফে। তবে এর আগে স্বাস্থ্যবিধি মেনে ফুটবলারদের করোনা পরীক্ষা করা হবে। দুই সপ্তাহ আইসোলেশনে রাখা হবে। এর পরই মিলবে অনুশীলনের ছাড়পত্র। মূলত স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবেই ক্যাম্পে ডাকা হচ্ছে বেশি সংখ্যক ফুটবলার। গতকাল দুপুরে ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগস্টের শুরুতে প্রাথমিকভাবে ৪৪ জনকে ক্যাম্পে ডাকতে চাই। ঢাকা বা ঢাকার বাইরে সুবিধাজনক পরিবেশে ক্যাম্প করানোর জন্য জায়গা খোঁজা হচ্ছে। ক্যাম্পের শুরুতেই প্রত্যেক খেলোয়াড়কে করোনা পরীক্ষা করানোর পর দুই সপ্তাহ আইসোলেশনে রাখা হবে। এর পর  শুরু হবে দলীয় অনুশীলন। জেমি ডে বর্তমানে  ইংল্যান্ডে অবস্থান করছেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর