বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

বিকেএসপির কোচদের সঙ্গে অনলাইনে মুশফিক-সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বিকেএসপির কোচদের সঙ্গে অনলাইনে মুশফিক-সাকিব

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সূতিকাগার বিকেএসপি। বর্তমান জাতীয় দলের তারকা ক্রিকেটারদের বেশ কয়েকজন এসেছেন বিকেএসপি থেকে। তাদের অন্যতম সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই ক্রিকেটার আজ বিকেএসপির কোচদের সঙ্গে অনলাইনে কথা বলবেন। নিজেদের ছাত্রজীবনের এবং ক্যারিয়ারের অভিজ্ঞতাগুলো কোচদের সঙ্গে শেয়ার করবেন। এই অনলাইন সেশনে প্রায় ২০ জন কোচ অংশ নিবেন। ইতিমধ্যেই বর্তমান জাতীয় দলের লিটন দাস, সৌম্য সরকার ও এনামুল হক বিজয় অনলাইনে অংশ নিয়েছেন। বিকেএসপি সরকারি একটি আবাসিক ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীরা অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এই প্রতিষ্ঠানে শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, টেনিস, জিমন্যাস্টিক্সসহ আরও অনেকগুলো খেলার বিভাগ রয়েছে। আজ সন্ধ্যার পর বিকেএসপির কোচদের সঙ্গে সাকিব, মুশফিক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন।

সর্বশেষ খবর