শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

‘টি-২০ বিশ্বকাপ অসম্ভব’

ক্রীড়া ডেস্ক

‘টি-২০ বিশ্বকাপ অসম্ভব’

শিডিউল অনুযায়ী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের জন্য কি নির্ধারিত সূচি মেনে সম্ভব বিশ্বকাপ আয়োজন? ক্রিকেটের শাসক গোষ্ঠী আইসিসি এখনো তেমন কিছু জানায়নি। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। মঙ্গলবার আয়োজক অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আর্ল এডিংস জানিয়েছেন, চলতি বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন অবাস্তব চিন্তা। ৪৮ ঘণ্টা পর একই সুরে কথা বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিব) সভাপতি ও আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। তিনি জানিয়েছেন, চলতি বছর কোনোভাবেই টি-২০ বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। তিনি মনে করেন, এক বছরের জন্য পিছিয়ে যাওয়া উচিত বিশ্বকাপ। এ নিয়ে দুটি দেশের প্রধান টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে মন্তব্য করেন।  করোনায় বিশ্ব বিপর্যস্ত। তবে অস্ট্রেলিয়ার অবস্থা এখন অনেক ভালো। যদিও দেশটিতে সেপ্টেম্বর পর্যন্ত বাইরে থেকে লোক প্রবেশ এবং দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও আগষ্টে শুরু হচ্ছে দেশটিতে ঘরোয়া ক্রিকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর