শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

রিয়ালের জয়ে বেনজেমার রেকর্ড

ক্রীড়া ডেস্ক

রিয়ালের জয়ে বেনজেমার রেকর্ড

ফ্রান্স জাতীয় দলে জায়গা হারিয়েছেন অনেকদিন। ক্লাব ফুটবলে এখন খেলছেন রিয়াল মাদ্রিদে। কিন্তু এখানেও ফর্মহীনতায় অনিয়মিত ছিলেন। করোনাভাইরাস অবশ্য তার ভাগ্য ফিরিয়েছে। ফর্মেও ফিরিয়েছে। তিন মাসের মতো বন্ধ থাকার পর শুরু হয়েছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল লিগ লা লিগা। পরশু রাতে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ২। বার্সার পয়েন্ট ৬৪ এবং রিয়ালের ৬২। সহজ জয়ের ম্যাচে জোড়া গোল করেন বেনজেমা এবং বাকিটি মাইকেল অ্যাসেনসিও। জোড়া গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ফরাসি স্ট্রাইকার। পেছনে ফেলেছেন কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বেনজেমা গোল দুটি করেন ৬১ ও ৮৬ মিনিটে। রিয়ালের হয়ে এখন তার গোল সংখ্যা ২৪৩টি। রিয়ালের হাঙ্গেরির কিংবদন্তির ফুটবলার পুসকাসের গোলসংখ্যা ২৪২টি। ১৯৫৬-১৯৬৬ পর্যন্ত গোলগুলো করতে পুসকাস ম্যাচ খেলেছিলেন ২৬২টি। বিপরীতে বেনজেমা খেলেছেন ৫০৩ ম্যাচ। তবে রিয়ালের জার্সি গায়ে গোল সংখ্যায় সবার উপরে পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে জুভেন্টাসে হয়ে খেলা রোনালদোর গোল রিয়ালের পক্ষে ৪৫০টি। দুইয়ে থাকা রাউল গঞ্জালেসের গোল ৩২৩, তিনে থাকা আলফ্রেডো ডি স্টেফানো ৩০৮টি ও চারে থাকা সান্তিয়ানার গোল সংখ্যা ২৯০টি। ২৪৩ গোল করে বেনজেমা এখন পাঁচে। 

রিয়াল-ভ্যালেন্সিয়ার প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি জিদানের দল ড্র করেছিল বেনজেমার গোলে। বৃহস্পতিবার রাতে হয়তো সেজন্যই জিদান ভরসা রাখেন ৩২ বছর বয়সী ফরাসি স্ট্রাইকারের ওপর। কোচের আস্থার প্রতিদানও দেন। করোনাভীতিকে পাশ কাটিয়ে দুদলই শুরু থেকে গতিশীল ফুটবল খেলতে থাকে। শুরুতে সুযোগও সৃষ্টি করে রিয়াল। তবে ১৪ মিনিটে খেলার বিপরীতে এগিয়ে যেতে পারত ভ্যালেন্সিয়া। ইনসাইড-আউটসাইড ডজে রিয়ালের বক্সে ঢুকে কোনাকুনি শট নেন রড্রিগো। রিয়ালের গোলরক্ষক আর্তোয় কোনোরকমে রক্ষা করেন ঝাঁপিয়ে। ২০ মিনিটে গোল করে বসেন রড্রিগো। কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল করেন রেফারি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরে স্বাগতিক রিয়াল। ৬১ মিনিটে বেনজেমা এগিয়ে নেন দলকে। মাঝমাঠে প্রতিপক্ষের কাছ থেকে বল পেয়ে অ্যাজার বল ঠেলে দেন রুকা মদ্রিচকে। বল ধরে ফের অ্যাজারকে দেন মদ্রিচ। এবার অ্যাজার কালক্ষেপণ না করে বল ঠেলে দেন বেনজেমাকে। ফাঁকায় দাঁড়ানো ফরাসি স্ট্রাইকার কোনাকুনি শটে ১-০ করেন। ৭৪ মিনিটে গোল সংখ্যা ২-০ করেন বদলি ফুটবলার অ্যাসেনসিও। ১১ মাস পরে খেলতে নেমে দুর্দান্ত গোল করেন তিনি। ৮৬ মিনিটে ব্যবধান ৩-০ করে কিংবদন্তি স্ট্রাইকার পুসকাসকে টপকে যান বেনজেমা। লিগে এটা বেনজেমার ১৬ নম্বর গোল।

সর্বশেষ খবর