শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

অভিযোগ অস্বীকার মাহেলা-সাঙ্গাকারার

ক্রীড়া ডেস্ক

অভিযোগ অস্বীকার মাহেলা-সাঙ্গাকারার

২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল পাতানো ছিল- অভিযোগ তুলে বিশ্ব ক্রিকেটাঙ্গন জেরবার করে দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। পাতানো খেলার বিস্ফোরক অভিযোগে তিনি জানিয়েছেন, ফাইনালে ভারতের কাছে ইচ্ছা করেই হেরেছিল শ্রীলঙ্কা। পাতানো খেলার অভিযোগ অস্বীকার করেছেন সে সময়কার শ্রীলঙ্কান ক্রিকেটের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও অন্যতম সেরা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান সরকার অবশ্য জানিয়েছে, অভিযোগটি তারা তদন্ত করবে। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দ্বীপরাষ্ট্রের ২৭৪ রান টপকে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনীর ভারত ৬ উইকেটে। ভারতের সেটা ছিল দ্বিতীয় বিশ্বকাপ জয়। ফাইনালে সেঞ্চুরি করেছিলেন মাহেলা। তিনি টুইট করে সাবেক ক্রীড়ামন্ত্রীকে অভিযোগ প্রমাণ করতে বলেছেন, ‘নির্বাচন কি খুব কাছে? আমার মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। তিনি যে অভিযোগ করেছেন, সেখানে নাম ও প্রমাণ কই?’ একই সুরে কথা বলেছেন সাঙ্গাকারা। ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে সাঙ্গাকারা লিখেছেন, ‘সাবেক মন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগের নিজের ‘প্রমাণ’ আইসিসি ও দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে নিয়ে যাওয়া দরকার। যেন তার অভিযোগের তদন্ত হতে পারে।’

সর্বশেষ খবর