শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

মানুষ মরছে তবুও মাঠে ফুটবল

ক্রীড়া ডেস্ক

মানুষ মরছে তবুও মাঠে ফুটবল

করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিল। মৃত্যুর সংখ্যা সেখানে অর্ধ লাখ ছুঁতে চলেছে। অথচ এমন দুর্যোগের সময়ে সেখানে শুরু হয়েছে ফুটবল লিগ। এ নিয়ে দারুণ ক্ষুব্ধ ব্রাজিল বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোনাল্ডো। এই কিংবদন্তি ফুটবলার বলেন, আমি কর্মকর্তাদের কান্ড দেখে অবাক হচ্ছি। তা ছাড়া সরকারের নীরবতা আমাকে ভাবিয়ে তুলেছে। ব্রাজিলের চারদিকে এখন শুধু মৃত্যুর সংবাদ। করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। এই অবস্থায় সেখানে সবার ঘরে থাকার কথা, সেখানে কি না ফুটবল লিগ শুরু হয়েছে।

তিন মাস বন্ধ থাকার পর গতকাল থেকে রিওডি জেনোরিতে প্রথম বিভাগ

ফুটবল লিগ শুরু হয়েছে। রোনাল্ডো বলেন, আমার জানা মতে, প্রতি ক্লাবই আপত্তি জানিয়েছিল লিগ খেলতে।

কিন্তু ফেডারেশন বলছে সরকার থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। কেউ না খেললে অবশ্যই তাদের লিগ থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, সরকারের এমন নির্দেশ আমার জানা নেই। তবে মানবতার কথা চিন্তা করে উচিত হবে লিগ বন্ধ করে দেওয়া। যেখানে জীবনই অচল সেখানে ফুটবল হয় কীভাবে?

সর্বশেষ খবর