রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা
বিশ্বকাপে পাতানো ম্যাচ

তদন্তে শ্রীলঙ্কা সরকার

ক্রীড়া ডেস্ক

তদন্তে শ্রীলঙ্কা সরকার

২০১১ সালে মুম্বাইয়ে বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জয় পেয়েছিল। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ২৮ বছর পর স্বপ্নের ট্রফি উদ্ধার করে। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তবে শ্রীলঙ্কার হার নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। দেশটির সাবেক ক্রীড়া মন্ত্রী মহিন্দানন্দ আলুথ গামাগে স্থানীয় একটি টিভিতে দাবি করেন। ওই ম্যাচ পাতানো ছিল। সবাই না হলেও শ্রীলঙ্কার অধিকাংশ ক্রিকেটার ইচ্ছা করেই ম্যাচ দেয়। তানা হলে ভারত কোনো অবস্থায় চ্যাম্পিয়ন হতে পারত না। এতে করে ক্ষোভে ফেটে পড়েন মাহেলা জয়াবর্ধনে ও ফাইনালে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া কুমার সাঙ্গাকারা। জয়াবর্ধনে বলেন, অযথা অভিযোগ করলে হবে না। পাতানোর প্রমাণ দিতে হবে। সাঙ্গাকারা বলেন, প্রশ্নই ওঠে না। এ অভিযোগ একেবারে ভিত্তিহীন। তবে সাবেক ক্রীড়ামন্ত্রীর এ অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখছে শ্রীলঙ্কার সরকার।

২০১১ বিশ্বকাপ পাতানো ছিল কি না, এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। শুক্রবার বর্তমান ক্রীড়ামন্ত্রী দুলাস বলেন দুই সপ্তাহের মধ্যে তদন্তের প্রতিবেদন পাওয়ার আশা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর